‘স্টোকসে ছাড়াই পথ চলা শিখতে হবে ইংল্যান্ডকে’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:৪৬ পিএম | ১৫ ডিসেম্বর, ২০২৩

ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক হওয়ার পর খেলাটির সংজ্ঞায় পাল্টে দিয়েছেন বেন স্টোকস। তার নেতৃত্বে টেস্টে এক বদলে যাওয়া ইংল্যান্ড দলকে দেখেছে বিশ্ব। ইংল্যান্ডের নতুন ধারার এই ক্রিকেটকে বলা হচ্ছে বাজবল। যা এরইমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে বিশ্বে। যেখানে স্টোকসের নেতৃত্বে ১৯ টেস্টের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড।

তবে সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না স্টোকসের। ব্যাট হাতে ভূমিকা রাখতে পারলেও চোটের কারণে বল করতে পারছেন না এই অলরাউন্ডার। যা শঙ্কায় ফেলে দিয়েছে তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ। আর এই কঠিন সত্য মেনে নিয়ে তাকে ছাড়াই চলতে শিখতে বলছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন।

কদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন স্টোকস। আইপিএল না খেললেও দলকে নেতৃত্ব দেবেন আসন ভারত সিরিজে। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। তবে তার কাছ থেকে যে কেবল ব্যাট নয় বোলিংটাও প্রত্যাশা করে ইংল্যান্ড সেটা মনে করিয়ে দিয়েছেন নাসের।

স্টোকসকে নিয়ে নাসের বলেন, ‘স্টোকস একের মধ্যে তিন ক্রিকেটার, তিনি একজন ব্যাটার, বোলার এবং অধিনায়ক। যা তাকে একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার করে তোলে, বিশেষ করে এই পরিস্থিতিতে তার নেতৃত্বের গুণাবলীর কারণে। তবে আমি নিশ্চিত নই তারা ভবিষ্যতে স্টোকস কতটা বোলিং করতে যাচ্ছে। স্টোকস ইংল্যান্ডের জন্য একজন প্রধান ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডকে তাকে ছাড়া চলতে শিখতে হবে।’

নাসের আরও বলেন, ‘তার অপারেশন করার কারণ মূলত বোলিং করা। কিন্তু গত দুই বছর ধরে সে সেটা পারছে না। যা কিছুটা হলেও তার ব্যাটিংকে প্রভাবিত করেছে। আমরা তাকে কিছু শট খেলতে দেখেছি এবং পরে সমস্যায় পড়তে দেখেছি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এটা, আপনি নিশ্চয় এই অবস্থায় এই ভার বহন করতে পারবেন না।’

খেলার দুনিয়া | ফলো করুন :