বাংলাদেশের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, বাদ তামিম

বাংলাদেশের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, বাদ তামিম

শেষ মুহূর্তে বড় চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দলে নেই সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে গত মার্চের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে ঘোষণা করেছে বিশ্বকাপের স্কোয়াড।

তামিম ইকবালের জায়গায় ওপেনার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন আরেক ‘তামিম’, তানজিদ হাসান। স্কোয়াডে আছেন পাঁচ পেসার - তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম আর তানজিম হাসান সাকিব।

এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক মূলত তামিমের অনুপস্থিতিই। মূলত ফিটনেস ইস্যুই পথ আগলে দাঁড়িয়েছে তার। কোমরের চোট কাটিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি যে ফিট নন তিনি, সেটা জানান দিয়েছিলেন সেদিন ম্যাচ শেষেই। সেই কারণেই এবার দলে জায়গা হলো না তার। ফলে চার বিশ্বকাপের অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়াই বাংলাদেশকে যেতে হবে বিশ্বকাপে।

বাংলাদেশ স্কোয়াড–
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিদ তামিম, তানজিম সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।

সম্পর্কিত খবর