রোহিতকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দিলো মুম্বাই
আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। গত আসরে নিজেদের পঞ্চম শিরোপা জিতে মুম্বাইয়ের সঙ্গে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের পাঁচটি শিরোপা যেমন মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই এসেছে, মুম্বাইয়েও তেমনই রোহিত শর্মার নেতৃত্বে।
তবে ফ্রাঞ্চাইজি লিগে সফলতম এই অধিনায়কের ঘটল অবসান। আসন্ন ২০২৪ আসরে তার বদলে মুম্বাইয়ে নেতৃত্ব দেবেন দুই আসর বাদে ফের মুম্বাইয়ে ফেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এক বিবৃতিতে আজ (শুক্রবার) বিষয়টি জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি। ২০১৫ সালে মুম্বাইয়ের দলেই আইপিএলে অভিষেক হার্দিকের। তবে ২০২১ মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি। সেখানেই নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স হার্দিককে দলে ভিড়িয়ে বসায় নেতৃত্বে। এবং সেখানেই নজর কাড়েন সবার। ২০২২ সালে ফ্রাঞ্চাইজিটির প্রথম আসরেই দলকে শিরোপা এনে দেন। সর্বশেষ আসরেও দলকে নিয়ে যান ফাইনালে। হার্দিকের নেতৃত্বের অসাধারণ এই গুনাবলী কাজে লাগাতে চায় মুম্বাইও। এবং নতুন কাউকে লম্বা সময়ের জন্য এই জায়গা দিতেই এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।
বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ানসের গ্লোবাল হেড অব পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘এটা উত্তরাধিকার তৈরি এবং মুম্বাই ইন্ডিয়ানসের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। মুম্বাই ইন্ডিয়ানরা সেই প্রথম থেকেই শচীন টেন্ডুলকার, হরভজন সিং, রিকি পন্টিং হয়ে রোহিত পর্যন্ত অসাধারণ সব নেতৃত্ব পেয়েছে। যারা দলের সমসাময়িক সাফল্যে অবদান রাখার পাশাপাশি দলের ভবিষ্যৎ দলকে শক্তিশালী করার দিকেও নজর রেখেছিল। সেই দর্শনে সংগতি রেখে আইপিএলের ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।’
২০১৩ আসরে মুম্বাইয়ের নেতৃত্ব পান রোহিত। এর আগে মুম্বাইয়ে পায়নি কোনো শিরোপার দেখা। তার ১১ আসরের নেতৃত্বের মধ্যে পাঁচবারই দল জেতে শিরোপা। ভারতের এই তারকা ব্যাটারের প্রশংসায় জয়াবর্ধনে বলেন, ‘আমরা রোহিত শর্মাকে তার অসাধারণ নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই।। তার নেতৃত্ব শুধুমাত্র দলকে অভাবনীয় সাফল্যই এনে দেয়নি বরং আইপিএলের ইতিহাসে সেরা অধিনায়কদের মধ্যে নিজের জায়গাও শক্ত করেছে।’