নিউজিল্যান্ড দলে ডাক পেলেন সিয়ার্স

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৩০ এএম | ১৬ ডিসেম্বর, ২০২৩

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। টম ল্যাথামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা, যেখানে প্রথমবারের মত আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ডাক পেলেন তরুণ পেসার বেন সিয়ার্স।

কাইল জেমিসন হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত থাকায় তার বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন বেন। গতবছরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে জায়গা পেয়েছিলেন এই পেসার। যদিও একটি ম্যাচেও নামা হয়নি তার।

কিউই কোচ গ্যারি স্টেড বলেন, ‘আমরা কাইলকে নিয়ে সতর্ক অবস্থানে আছি। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। খুব প্রয়োজন হলে সে খেলবে, নয়তো আমরা কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। তাই প্রথম ম্যাচের জন্য বেনকে ডাকা হয়েছে। বেন দলের পরিবেশের সাথে পরিচিত।’

আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেলেও পেতে পারেন বেন সিয়ার্স। একাদশে জায়গা পেলে নিজেকে মেলে ধরার উপযুক্ত সুযোগ থাকবে তার হাতে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও'রুর্ক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচ), উইল ইয়াং, বেন সিয়ার্স।

খেলার দুনিয়া | ফলো করুন :