শেষ পর্যন্ত ছিটকে গেলেন শামি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:৫১ পিএম | ১৬ ডিসেম্বর, ২০২৩

সর্বশেষ বিশ্বকাপে নিজের জাত বেশ ভালোভাবেই বুঝিয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুরুর চার ম্যাচে ছিলেন না একাদশে। এরপর একাদশে ফিরে সেখান থেকেই হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। তবে বিশ্বকাপের পর থেকেই গোড়ালির চোটে ভুগছেন তিনি। মিস করেছেন ঘরের মাটিতে বিশ্বকাপের পরেই অজি সিরিজে।

বর্তমানে দল সফররত অবস্থায় আছে দক্ষিণ আফ্রিকায়। সেখানের সাদা বলের দুই ফরম্যাটের সিরিজে শামিকে বিশ্রাম দিয়ে রাখা হয়েছিল টেস্ট দলে। তবে সেটি ছিল ফিটনেস সাপেক্ষে। শেষ পর্যন্ত চোটে আশানুরূপ উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ছিটকে গেলেন দুই ম্যাচের সিরিজ থেকে।

লাল বলের সিরিজের উদ্দেশ্যে গতকাল (শুক্রবার) দেশ ছেড়েছে ভারত ক্রিকেট দল। তবে সেখানে ছিলেন না শামি। বর্তমানে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) ক্রিকেট একাডেমির নজরদারিতে আছেন ডানহাতি এই পেসার।

তার বদলি হিসেবে কে যোগ দিবেন দলে সঙ্গে তা এখনো ঠিক করেনি বোর্ড।

অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে পারিবারিক কারণে দেশে ফিরেছেন পেসার দীপক চাহার। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। এশিয়ান গেমসে ভারতের স্বর্ণ জেতা দলে ছিলেন এই তরুণ।

ভারতের পরিবর্তিত ওয়ানডে স্কোয়াড:

ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিংকু সিং, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান, আর্শদীপ সিং, আকাশ দীপ।

খেলার দুনিয়া | ফলো করুন :