পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:০৪ পিএম | ১৬ ডিসেম্বর, ২০২৩

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আইসিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুবাইয়ে গতকাল আইসিসির সদর দপ্তরে স্বাক্ষরিত হয় এই চুক্তি।

পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে আইসিসির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে এই চুক্তিটি সম্পন্ন করেন জাকা আশরাফ।

ভারত ক্রিকেট দল পাকিস্তানে যেয়ে ম্যাচ খেলতে না চাওয়ায় প্রথমবারের মতো একের অধিক দেশে অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ এশিয়া কাপ। গত সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের পুরো আসরটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কাতে।

ভারত-পাকিস্তান এই দ্বন্দ্বের ফলে ২০২৫ এর এশিয়া কাপ পাকিস্তান আয়োজন করবে কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু গতকাল চুক্তিটি সম্পন্ন হওয়ায় পর নিশ্চিতভাবে জানা গেল যে, আসন্ন টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব থাকবে পাকিস্তানের ওপরই।

পিসিবির থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে বসে আয়োজনের স্বত্ব চুক্তি করেছেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে চলা আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি আগেই সরকারকে জানিয়েছে পিসিবি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক সম্প্রতি পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠকে নিশ্চিত করেছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে নিরাপত্তা সংস্থাগুলো সহায়তা করবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :