কন্ডিশনকে অজুহাত বানাতে নারাজ শান্ত
কিউইদের মাঠে বাংলাদেশের স্মৃতি মোটেও সুখকর না। সেখানে এখন পর্যন্ত সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে ২৫ ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সেই খরা কাটাতে আবারও নিউজিল্যান্ডে শান্ত-মিরাজরা।
নিউজিল্যান্ডের আবহাওয়া বাংলাদেশের থেকে বেশ ঠাণ্ডা। তবে দলের বেশিরভাগ ক্রিকেটার এর আগেও সেখানে আসায় এটিকে অজুহাত হিসেবে দেখাতে নারাজ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামীকাল ভোর ৪টায় ডানেডিনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। সেটিকে সামনে রেখে দুই দলের ক্রিকেটাররা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, ‘কন্ডিশন তো একটু ঠাণ্ডা। তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এখানে (নিউজিল্যান্ড) এর আগেও আমরা এসেছি। কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করছি এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না।’
পরিসংখ্যান হতাশের হলো আশা দেখছেন শান্ত। ‘'এর আগে বাংলাদেশের কোনো দল ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোনো না কোনো একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ।'