টি-টোয়েন্টি সিরিজে থাকছেন উইলিয়ামসন-সাউদি-ফিলিপসরা
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে বিশ্রামে আছেন নিউজিল্যান্ডের ব্যাটিং ও বোলিং বিভাগে দাপট দেখানো দুই ক্রিকেটার, কেন উইলিয়ামসন এবং টিম সাউদি। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে এই দুই কিউ তারকা ক্রিকেটারকে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এই ফরম্যাটটি নিয়েই আপাতত বেশি চিন্তিত স্বাগতিকরা। তাই অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েই টি-টোয়েন্টি দল সাজিয়েছে তারা। যাদের মধ্যে উইলিয়ামসন, টিম সাউদি, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল উল্লেখযোগ্য।
দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন উইলিয়ামসন, সব ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিবেন তিনি।
ওয়ানডের পর ২০ওভার ফরম্যাটেও বিশ্রামে থাকবেন ডেভন কনওয়ে। এছাড়া চোটের কারণে বিবেচনা করা হয়নি কিউই তিন পেসার লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও হেনরি শিপলিকে। ফার্গুসনের গতির ঘাটতি পূরণ করতে দলে আছেন অ্যাডাম মিলনে।
ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে। পরের দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে ২৯ ও ৩১ ডিসেম্বর।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।