২০০ বল হাতে রেখে জিতল ভারত

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:১১ পিএম | ১৭ ডিসেম্বর, ২০২৩

শিরোনাম দেখে চমকে যেতে পারেন, সেটাই তো স্বাভাবিক। এখনকার ক্রিকেটে এতো বড় জয় হয় নাকি? তাও আবার প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাঠে প্রোটিয়ারা সব সময়ই ভয়ঙ্কর! তাদের বিপক্ষে তাদের মাঠেই কীনা উড়ল ভারত।

ব্রেস্ট ক্যানসারের সচেতনতায় এক দশক ধরে ‘পিংক ডে’ ওয়ানডে আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রথম ১১ ম্যাচের ৯টিতেই জিতেছিল তারা। কিন্তু এবার হিসাব পাল্টে দিল ভারত।

আর্শদীপ সিং ও আবেশ খানের বোলিং তোপে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর ভারত ৮ উইকেট আর ২০০ বল হাতে রেখেই পা রাখে জয়ে। ওয়ানডেতে বলের হিসাবে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বড় হার। এর আগে ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১৫ বল আগে হেরেছিল প্রোটিয়ারা।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫২ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর আন্দিলে ফিকোয়াওয়ের দৃঢ়তায় দল পা রাখে ১১৬ রানে। তবে এটিই ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ । আগেরটি ছিল ২০১৮ সালে ১১৮ রান, সেটি এই ভারতেরই বিপক্ষেই।

ভারতীয় পেসার আর্শদীপ ও আবেশ বল হাতে ঝড় তুলেন। আর্শদীপ ৩৭ রানে ৫ উইকেট নেন। ৮ ওভার বল করে ৩ মেডেনসহ ২৭ রানে ৪ উইকেট শিকার করেন আবেশ।

জবাবে নেমে চতুর্থ ওভারে রুতুরাজ গায়কোয়াড়কে হারায় ভারত। এরপরই অভিষিক্ত সাই সুদর্শনকে নিয়ে শ্রেয়াস আইয়ার প্রতিরোধ গড়েন। তাদের ৭৩ বলে ৮৮ রানের দ্বিতীয় উইকেট জুটি জয়ের ভিত গড়ে দেয়। ৪৫ বলে ৫২ রান করেন আইয়ার। সুদর্শন করেন ৪৩ বলে অপরাজিত ৫৫! তবে ম্যাচসেরা অর্শদীপ সিং।

খেলার দুনিয়া | ফলো করুন :