বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে বিশ্রামে জেমিসন
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড আগেই জানিয়ে রেখেছিলেন, খুব প্রয়োজন না হলে কাইল জেমিসনকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামাবেন না তিনি। প্রথম ওয়ানডে জয়ের পর জেমিসনকে বিশ্রাম দেওয়া হবে সেটা অনুমেয়ই ছিল। হয়েছেও তাই। শেষ দুই ওয়ানডে ম্যাচের আগে জেমিসনকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। একইসাথে বিশ্রাম দেওয়া হয়েছে টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেনকেও।
এই দুইজনকে বাদ দেওয়া হলেও নতুন করে দলে ক্রিকেটার সংযোজন করেনি কিউইরা। অর্থাৎ তাদের বাদ দেওয়ায় ১৩ জনের দলে পরিণত হয়েছে নিউজিল্যান্ড। মোট কথা, শান্তদের বিপক্ষে এই সিরিজে বেশ খানিকটা পরীক্ষা-নিরীক্ষায় চালাচ্ছে স্বাগতিকরা।
চোটের কারণে বিশ্রাম পেয়েছেন জেমিসন। যদিও তিনি থাকছেন টি-টোয়েন্টি সিরিজের দলে। অন্যদিকে প্রথম ওয়ানডেতে সুযোগ না পাওয়ার পর ঘরোয়া লিগে পাঠানো হয়েছে অ্যালেনকে। তবে সিরিজের শেষ ওয়ানডে আগামী ২৩ ডিসেম্বরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন অ্যালেন।
নিউজিল্যান্ডের বর্তমান স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, রাচিন রবীন্দ্র, আদিত্য অশোক, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, উইলিয়াম ও'রুর্ক, বেন সিয়ার্স, ফিন অ্যালেন (মাত্র তৃতীয় ওয়ানডে)।