এশিয়া কাপ জয়ী যুবাদের চোখ এখন বিশ্বকাপে
আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অপরাজিত থেকে। এমন অর্জনের পর আজ সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দল। এরপর মিরপুরে চ্যাম্পিয়নদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিসিবি। তবে এই দলটির লক্ষ্য যে আরও বড় সেটাও জানিয়েছেন যুবারা। আসন্ন যুব বিশ্বকাপেই আপাতত মনোযোগ দলটির।
চ্যাম্পিয়নদের বরণ করে নিতে মিরপুরের বিসিবি প্রাঙ্গণ সাজানো হয়েছিল আগেই। তৈরি করা হয়েছিল বিশেষ মঞ্চ। যেখানে বাংলাদেশ যুবাদের শিরোপায় চুমু খাওয়া ছবি ও শিরোপা উদযাপনের ছবি ঠাঁই পেয়েছে। যাবে বড় করে লেখা ছিল ‘চ্যাম্পিয়নস’।
এদিন যুবাদের বরণ করে নিতে বিসিবি কর্তারাও হাজির হয়েছিলেন। প্রকাশ করেছেন নিজেদের অভিব্যক্তি। কথা বলেছেন যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিও। সেখানেই নিজেদের পরবর্তী লক্ষ্যের কথা জানান বাংলাদেশ অধিনায়ক। জানান আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার মাটিতে হতে যাওয়া যুব বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথা।
রাব্বি বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। তবে হ্যাঁ, আমাদের সামনে বিশ্বকাপ আছে সেটার জন্য আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। এশিয়া কাপেও আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য।’
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া নিয়ে রাব্বি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করেছি। এর জন্য ধন্যবাদ দিতে চাই আমার টিম ম্যানেজমেন্টকে। আর খোলোয়াড়রাও সবাই খুব ভালো খেলেছে। আর চিন্তা ছিল দেশের জন্য কিছু করব। ৬ মাস আগে থেকে প্লান ছিল, এশিয়া কাপ কখনো বাংলাদেশে আসেনি, যদি সেটা পারি তবে তা হবে বড় অর্জন।’