হেটমায়ারকে বাদ দিয়ে উইন্ডিজের টি-টোয়েন্টি দল

হেটমায়ারকে বাদ দিয়ে উইন্ডিজের টি-টোয়েন্টি দল

বাজে ফর্মের কারণে উইন্ডিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমায়ার। তাকে বাদ দিয়ে, আর আলজারি জোসেফকে 'বিশ্রাম' দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ।

শেষ কিছু দিন ধরেই ফর্মে নেই তিনি। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে করেছেন যথাক্রমে ৩২, ০ আর ১২। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলে করেছেন ১ আর ২। এরপর তৃতীয় ম্যাচে তাকে বসিয়ে দেওয়া হয়। এবার তাকে স্কোয়াড থেকে সরিয়েও দিয়েছে উইন্ডিজ।

তার বদলে দলে ঢুকেছেন জনসন চার্লস। তিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ভারতের বিপক্ষে চলতি বছরের আগস্টে।

এদিকে আলজারি জোসেফকে বিশ্রাম দিয়েছে দলটি। আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে যাবে উইন্ডিজ, যা শুরু হবে ১৭ জানুয়ারি। সে সফরে ২ টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। সে সিরিজকে মাথায় রেখেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ। তার বদলে স্কোয়াডে আনা হয়েছে ওশানে থমাসকে।

বর্তমানে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজ। একই ব্যবধানে ওয়ানডে সিরিজটাও জিতেছিল দলটা।

শেষ দুই টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেই হোপ, জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশানে থমাস।

সম্পর্কিত খবর