৩৬০ রানে হারের পর পাকিস্তান পেল জোড়া শাস্তি
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৩৬০ রানের বিশাল হার। পাকিস্তান-শিবিরের সবার মনটা খারাপ থাকার কথা, তাই স্বাভাবিক। তবে তাদের দুঃসময়টা আরও বেশি বাড়িয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান ২ পয়েন্ট কাটা গেছে দলটির। এখানেই শেষ নয়, পয়েন্ট কাটার সঙ্গে সঙ্গে তাদের ওপর নেমে এসেছে আর্থিক জরিমানাও।
তাদের ওপর এই জোড়া শাস্তি নেমে এল কেন? মূলত মন্থর ওভার রেটের কারণেই এই শাস্তির মুখোমুখি পাকিস্তান। পার্থে প্রথম টেস্টে দলটি প্রথম দিন বল করতে পেরেছিল মোটে ৮৪ ওভার। দ্বিতীয় দিনেও তাতে উন্নতি আসেনি। বোলিং যখন শেষ করছে, তখনও সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল দলটা।
মূলত সে কারণে আইসিসির আইনের ২.২২ ধারা অনুযায়ী ৫ শতাংশ করে মোট ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। এ ছাড়াও আইসিসির টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ খেলার শর্তের ১৬.১১.২ ধারা অনুযায়ী প্রতি ওভার কম বল করার জন্য ১ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা যাবে। পাকিস্তানের ২ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা গিয়েছে।
খেলা শেষ হওয়ার পর মাঠের দুই আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে পাকিস্তানের অধিনায়ক মাসুদকে ডাকেন শ্রীনাথ। দুই আম্পায়ার জো উইলসন এবং রিচার্ড ইলিংওর্থের রিপোর্ট অনুযায়ী ম্যাচ ফি-র ১০ শতাংশ এবং ২ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেটে নেওয়ার কথা জানান। পাক অধিনায়ক এই শাস্তি মেনে নিয়েছেন, ফলে এর বিরুদ্ধে কোনো আপিল করবে না পাকিস্তান।
এই শাস্তির ফলে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান হারাল পাকিস্তান। তারা নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে পাকিস্তানের পয়েন্ট ছিল ২৪। ২ পয়েন্ট কেটে নেওয়ায় তাদের পয়েন্ট এখন ২২। পাশাপাশি, পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট শতাংশ ছিল ৬৬.৬৭। ২ পয়েন্ট পেনাল্টি হওয়ায় তা কমে ৬১.১১ হয়েছে।
অন্য দিকে, ভারতের সংগ্রহে ১৬ পয়েন্ট থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। কয়েক মাস টেস্ট না খেলেও একক ভাবে শীর্ষে উঠে এসেছে ভারত।