ব্যাটিং ব্যর্থতার সমাধান জানেন না হাথুরু
চলতি বছরের শুরু থেকেই ব্যাটিংটা বেশ করে ভোগাচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপে তথৈবচ পারফর্ম্যান্সের পেছনে বড় কারণ ছিল এই উইকেট ছুঁড়ে দিয়ে আসাই। নিউজিল্যান্ড সফরেও এ অবস্থা থেকে পরিবর্তন আসছে না খুব একটা।
প্রথম ওয়ানডেতে দলের প্রায় সবাই শুরু করেছেন ভালো। কিন্তু তা আর বড় কিছুতে রূপ দিতে পারেননি। এ পরিস্থিতি থেকে শিগগিরই বেরিয়ে আসতে চান কোচ হাথুরুসিংহে। তার কথা, ‘উন্নতির জায়গা সবসময়ই থাকে। আমরা যেভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি, সেটা আরও ভালো হতে পারে। ফিল্ড প্লেসিং, বোলিংয়ে লাইন লেন্থের দিকে নজর দেওয়া। ব্যাটিংয়ের ক্ষেত্রেও আমার বার্তাটা একই, আমরা বড় রান পাচ্ছি না। আমাদের লক্ষ্যটা হচ্ছে, যারা ভালো শুরু পাচ্ছে, তাদের এক দুজনকে বড় রান করতে হবে।’
তবে চলমান ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার উপায় কী? সে প্রশ্নের জবাব হাথুরুও জানে না। তার কথা, ‘একটা বড় চিন্তার বিষয়। যদি আপনার কাছে এর কোনো উত্তর থাকে, তাহলে আমাকে জানাবেন, আমি তাদের গিয়ে বলব। এটা অনেক বড় একটা ভাবনার বিষয়।’
ডানেডিনে প্রথম ম্যাচের পর এখন দল আছে নেপিয়ারে। আগামীকাল ভোরে এই ম্যাচের উইকেটটা কেমন দেখলেন কোচ? হাথুরুসিংহে বললেন, ‘উইকেটটা দেখে খুব ভালো মনে হচ্ছে। শেষ বার, ২০১৭ সালে আর ২০১৫ বিশ্বকাপে আমরা যখন এখানে এসে খেলেছি, তখন উইকেটটা খুবই ভালো ছিল। এখানকার আউটফিল্ডও বেশ দ্রুতগতির। সব মিলিয়ে আমি একটা হাইস্কোরিং ম্যাচ আশা করছি।’
হাইস্কোরিং ম্যাচ হলে ব্যাটারদের দায়িত্ব বেড়ে যায়। অফ ফর্মকে পেছনে ফেলে কাল তারা জ্বলে উঠতে পারবেন তো?