আইপিএল যেভাবে বদলে দিচ্ছে ক্রিকেটের ব্যাকরণ

আইপিএল যেভাবে বদলে দিচ্ছে ক্রিকেটের ব্যাকরণ

ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটে আইপিএলের ধারে কাছেও নেই বাকি লিগগুলো। ভারতের এই টুর্নামেন্টটিতে খেলতে মুখিয়ে থাকে নামীদামী সব ক্রিকেটাররা। এর জৌলুস এতোটাই যে; ক্রিকেটাররা কার্পণ্য করে না জাতীয় দলকে উপেক্ষা করে আইপিএলের বেঞ্চে বসে সময় কাটাতেও। এতো গেল ব্যক্তি ক্রিকেটারদের কথা। ইদানীং আইপিএল চলাকালীন সময় দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে রাজি হয় না অনেক ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে ক্রিকেটের ব্যাকরণটাকেই পাল্টে দিচ্ছে আইপিএল কর্তৃপক্ষ।

প্রায় প্রতি আসরেই যুক্ত করছে কোনো না কোনো নতুন নিয়ম। যাতে পাল্টে যাচ্ছে অতি পরিচিত খেলাটির ধরন। গত আসরে একগাদা নিয়মের পর আসন্ন আইপিএলেও নতুন নিয়ম যুক্ত করছে আইপিএল আয়োজক কমিটি। যা বাড়তি সুবিধা দিবে বোলারদের।

আগের নিয়মে নির্দিষ্ট ওভারে মাত্র একটি বাউন্সার কারার সুযোগ পেত বোলাররা। ওভারের দ্বিতীয় বাউন্সারটি পরিণত হতো নো বল হিসেবে। যা কাজে লাগিয়ে পরবর্তীতে ফ্রি হিট পেত ব্যাটাররা। তবে এই নিয়মটি আর থাকছে না এবারের আইপিএলে। নতুন নিয়মে ওভারে দুটি বাউন্সার করতে পারবে একজন বোলার। তৃতীয় বাউন্সারটিকে ধরা হবে নো বল হিসেবে।

নতুন এই নিয়ম যে বাড়তি সুবিধা দিবে বোলারদের সেটা মানছেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাটও। তার মতে, ‘ওভারে দুটি বাউন্সার বেশ কাজে আসবে বোলারদের। কেননা, আগে ব্যাটসম্যান নিশ্চিত থাকত যে আর বাউন্সার আসবে না। তবে এখন আপনি দ্বিতীয় বাউন্সার করতে পারবেন। তাই আমার মনে হয় যারা বাউন্সারে দুর্বল, তাদের আরও ভালো হতে হবে। কেননা, বোলারদের বাড়তি একটি অস্ত্র থাকবে।’

গত আসরেও বেশ কিছু নিয়ম যুক্ত করেছিল আইপিএল। যেই নিয়মগুলো আসন্ন আইপিএলেও থাকছে। সেই নিয়মে টসের পর একাদশ ঠিক করার অনুমতি ছিল দলগুলোর। সেই সঙ্গে টসের সময় ইমপ্যাক্ট বদলি হিসেবে চারজনের নাম দিতে পারত দলগুলো। পরে সুবিধা অনুযায়ী একজন ক্রিকেটারকে বসিয়ে অন্যজনকে মাঠে নামানো হতো। অর্থাৎ একজন ব্যাটিং করার পর বোলিং করতে মাঠে দেখা যেত অন্য একজনকে। যা কমিয়ে দিয়েছে অলরাউন্ডারদের প্রয়োজনীয়তা। এছাড়াও বোলিংয়ের সময় অতিরিক্ত সময় নষ্ট হলে একজন ফিল্ডারকে সার্কেলের ভেতর নিয়ে আসতে হতো। যাতে বাউন্ডারি হাঁকাতে সুবিধা পেত ব্যাটিং দলগুলো।

আইপিএলের এসব নতুন নতুন নিয়ম অনুসরণ করতে দেখা যাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও। যা সার্বিকভাবে পাল্টে দিচ্ছে ক্রিকেটের নিয়মকেই। তাই বলে উঠা কঠিন ভবিষ্যতে আপনার অতি পরিচিত খেলাটির নিয়ম পাল্টে ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়।

সম্পর্কিত খবর