ব্যাটে-বলে ব্যর্থ সৌম্য, যা বললেন হাথুরু

ব্যাটে-বলে ব্যর্থ সৌম্য, যা বললেন হাথুরু

সৌম্য সরকার অনেক দিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন। আরেকটু স্পষ্ট করে বললে, অভিষেকের পর যেভাবে পারফর্ম করেছিলেন, সে মানে আর কখনোই নিজেকে তুলতে পারেননি সৌম্য। 

অনেক বছর ধরেই আছেন দলে আসা যাওয়ার মধ্যে। সবশেষ নিউজিল্যান্ড সফরে তাকে দলে সুযোগ দিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সৌম্য সুযোগের সদ্ব্যবহারটা করতে পারেননি। বল হাতে রান দিয়েছেন ওভারপ্রতি দশেরও বেশি করে। এরপর ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি। ক্যাচও ছেড়েছেন দুটো। 

এমন পারফর্ম্যান্সের পর কোচ হাথুরুসিংহে তার প্রতি হতাশ। বললেন, ‘আমি জানি না তার সমস্যাটা কী। ঘরোয়া ক্রিকেটে সে রান করেছে বেশ। আমাদের এমন কাউকে প্রয়োজন যে ব্যাটিং বোলিং দুটোই করতে পারে। আপনি জানেন সাকিব আল হাসান এখানে নেই। সে বাংলাদেশ দলে ১৬-১৭ বছর ধরে আছে। সাকিবের থাকাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তাকে ছাড়া কম্বিনেশন বানানোটা কঠিন। অলরাউন্ডার হিসেবে সে তাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’

এমন পারফর্ম্যান্সের পর কি তিনি আর একাদশে থাকবেন? দ্বিতীয় ম্যাচের দল নিয়ে অবশ্য এখনো সিদ্ধান্ত নেননি কোচ হাথুরু। তার কথা, ‘একাদশে পরিবর্তন নিয়ে আমরা এখনো আমাদের সিদ্ধান্ত নিইনি। গ্রাউন্ডসম্যান বলল মাত্র পানি দিয়েছে উইকেটে। আমরা জানি না এটা কেমন আচরণ করবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ 

সাকিবের রেখে যাওয়া ফাঁকা জায়গাটা পূরণেই মূলত সৌম্যকে দলে নেওয়া। হাথুরু চান, সৌম্য দুই জায়গাতেই পারফর্ম করুন। আর তাই দলে দ্বিতীয় ম্যাচেও তার জায়গা পাওয়া নিশ্চিত, আভাস মিলছে এমনটাই। তার কথা, ‘সাকিব যা করে, তা তো সে করতে পারবে না, তবে আমরা আশা করি সে বল ও ব্যাট করতে পারবে। আমরা এমন একজনকে চাই যে দুই বিভাগেই অবদান রাখতে পারবে।’

দুই জায়গাতেই যদি পারফর্ম করাতে হয়, তাহলে তো রিশাদ হোসেন আছেন। প্রস্তুতি ম্যাচেও তিনি খেলেছেন ঝোড়ো ৮৭ রানের ইনিংস। তাকে কেন ব্যবহার করছে না বাংলাদেশ? হাথুরুর উত্তর, ‘রিশাদ প্রস্তুতি ম্যাচে ভালো করেছে। গত ম্যাচেও আমরা তাকে খেলাতে চেয়েছিলাম। তবে আমরা এখানে একটা ম্যাচেও জিতিনি, আমাদের ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। সে কারণে আমরা একাদশে বাড়তি ব্যাটার খেলিয়েছি। তবে রিশাদ এমন একজন, যে ভবিষ্যতের জন্য ভাবনায় আছে। লেগ স্পিনার হিসেবে তাকে নিয়ে আমরা ভাবছি।’ 

রিশাদকে দল দেখছে লেগ স্পিনার হিসেবে, ব্যাটার হিসেবে নয়। ফলে অলরাউন্ডারের ভূমিকায় কালও সৌম্যকেই দেখা যাওয়ার সম্ভাবনা সমূহ।

সম্পর্কিত খবর