আইপিএলে ধোনির দলে মুস্তাফিজ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:৪২ পিএম | ১৯ ডিসেম্বর, ২০২৩

অপেক্ষা বাড়ছিল, মুস্তাফিজুর রহমান আইপিএলে দল পাবেন কিনা তা উৎকণ্ঠা ছিল। জাতীয় দলের জার্সিতে এখন আর অপরিহার্য ক্রিকেটার নন মুস্তাফিজ। বোলিংয়ে ধার কমেছে, দলেও তাই গুরুত্ব কমেছে। আইপিএলে তার ২ কোটি ভিত্তিমূল্যের কথা শুনে অনেকেরই চোখ কপালে উঠেছিল। তবে শেষ পর্যন্ত আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আইপিএল নিলামে সেই দুই কোটি রুপিতেই দল পেয়েছেন মুস্তাফিজ, তাকে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস।

নিলামের অ্যাক্সিলারেশন রাউন্ডে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায় রেকর্ড পাঁচবারের আইপিএলজয়ী চেন্নাই সুপার কিংস।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। অভিষেক মৌসুমেই সবার নজর কেড়েছিলেন মুস্তাফিজ। সে বছর দলের শিরোপা জয়ে ভূমিকা রেখে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার নিজের ঝুলিতে পুরেন মুস্তাফিজ।

পরের মৌসুমেও হায়দরাবাদের জার্সিতে দেখা গেছে তাকে। বোলিং কিছুটা ম্রিয়মাণ হলেও আইপিএলে তার চাহিদা কমেনি। হায়দরাবাদ ছাড়ার পর মুম্বাই-রাজস্থান হয়ে সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও দেখা গেছে তাকে।

এবার নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিল দিল্লি। সাকিব আল হাসানও নির্বাচনী ব্যস্ততা আর জাতীয় দলে সময় বেশি দিতে এবার নিলামের জন্য নাম দেননি। তাসকিন-শরিফুলরা নিলামের জন্য নাম দিলেও তাদের মূল টুর্নামেন্টে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র দেয়া নিয়ে ধোঁয়াশা ছিল। তাই শেষ পর্যন্ত আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে রইলেন মুস্তাফিজুর রহমান।

খেলার দুনিয়া | ফলো করুন :