শচীনকে ছাপিয়ে সৌম্যর ১৬৯ 

শচীনকে ছাপিয়ে সৌম্যর ১৬৯ 

 

আগের ম্যাচেই শূন্য রানে ফিরে ফের আরও একবার সমালোচনায় সৌম্য সরকার। একের পর এক ব্যর্থতার গল্প লিখেও জাতীয় দলে মিলেছে সুযোগ। তবে সেখানে নিজের নামের সুবিচার করতে না পারা এই বাঁহাতি ব্যাটার মাঠের সময়টা কাটাচ্ছিলেন হতাশারই। তবে হঠাতই হাওয়া মোড় নিল উল্টো দিকে। দিন দুই বাদেই খেললেন রেকর্ডময় এক ইনিংস। কিউইদের মাঠে এখনো ওয়ানডে জয় খোঁজার আরও এক দিনে বাংলাদেশ লক্ষ্য দাঁড় করায় ২৯২ রানের। যেখানে সৌম্যর একারই ১৬৯। 

কিউই সফরের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন সৌম্য। তার ১৫১ বলে ১৬৯ রানের অসাধারণ ইনিংস সাজিয়েছেন ২২ চার ও ২ ছক্কার মারে। এতেই ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। ২০০৯ সালে কিউইদের মাঠে শচীনের ১৬৩ রানের ইনিংসটি এতদিন ছিল এশিয়ান ব্যাটার হিসেবে সর্বোচ্চ। ১৪ বছর বাদে সেই রেকর্ড এখন সৌম্যর ঝুলিতে। 

এদিন সতীর্থদের করা আগের সব রেকর্ডও ছাড়িয়ে গেছেন সৌম্য। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১২৮ রানের ইনিংস ছিল মাহমুদউল্লাহ রিয়াদের কাছে। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি পাওয়ার দিনে রিয়াদকে ছাড়িয়ে গেলেন সৌম্য। 

১৬৯ রানের এই ইনিংস বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালে লিটন দাসের করা ১৭৬ রানের ইনিংস ছাড়াতে না পারলেও একই বছরে তামিম ইকবালের করা ১৫৮ রানের ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন সৌম্য। 

সম্পর্কিত খবর