রশিদকে ছাড়িয়ে রশিদ, কিছু না করেই শীর্ষে বাবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে সময়টা দারুণ কাটছে আদিল রশিদের। সবশেষ ৪ ম্যাচে তুলেছেন ৭ উইকেট। একই সঙ্গে ছিলেন দলের অন্যতম কিপটে বোলার। যার উপহারটাও পেলেন দ্রুতই। সবশেষ র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে আইসিসির সেরা বোলার নির্বাচিত হয়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন আফগান স্পিনার রশিদ খানকে। তার দিনে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাবর আজম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ দুই দাপ উন্নতি হয়েছে আদিল রশিদের। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেয়েছে ইংল্যান্ডের কোনো বোলার। এর আগে দেশটির সাবেক ক্রিকেটার গ্রায়েম সোয়ান শীর্ষস্থানে উঠেছিলেন। র্যাঙ্কিংয়ের পরের দুটি স্থানে আছেন রশিদ খান ও ভারতের রবি বিষ্ণোই।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইনেরও। তিন স্থান উঠে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন তিনি। র্যাঙ্কিংয়ে শীর্ষ বিশেও নেই বাংলাদেশের কোনো বোলার। তালিকায় ২১ নম্বরে অবস্থান সাকিব আল হাসানের। তবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
ব্যাটিংয়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। পরের অবস্থানে রয়েছে মোহাম্মদ রিজওয়ান ও এইডেন মার্করাম। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ব্র্যান্ডন কিং ৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৬ নম্বরে। র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন রোভম্যান পাওয়েলও। ১৪ স্থান উপরে উঠে এসে তার অবস্থান ২৩ নম্বরে।
এদিকে ওয়ানডেতে বিশ্বকাপের পর কোনো ম্যাচ না খেলেও শুভমান গিলকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। অলরাউন্ডারদের শীর্ষস্থান যথারীতি ধরে রেখেছেন সাবিক আল হাসান।