জোড়া সেঞ্চুরির পরও আইপিএলে দল না পেয়ে হতাশ সল্ট

  • নিউজরুম এডিটর
  • ০৪:৫৬ পিএম | ২০ ডিসেম্বর, ২০২৩

প্রতি আইপিএলের নিলামেই নিজেদের নাম তালিকাভুক্ত করেন বিশ্বের নামীদামী সব ক্রিকেটাররা। আশায় বুক বাধেন আইপিএলে খেলার। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ফিল সল্টও এর ব্যতিক্রম নন। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই ক্রিকেটার এবারও আশায় বুক বেধেছিলেন আইপিএলে খেলার। তবে তার সেই স্বপ্ন ভেঙেছে নিলামে তাকে কেউ কিনতে আগ্রহ না দেখানোই। যা নিয়ে নিজের হতাশার কথাও জানিয়েছেন তিনি।

নিলামে দেড় কোটি রুপির ক্যাটাগরিতে ছিলেন সল্ট। নিলামের একদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। ভেবেছিলেন নিশ্চিতভাবেই তাকে নিয়ে হবে কাড়াকাড়ি। হয়নি সেটি। ভিত্তিমূলেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এমন কিছু যে তাকে হতাশ করেছে সেটা পরের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়ে জানিয়েছেন সল্ট।

আইপিএলে দল না পাওয়া নিয়ে সল্ট বলেন, ‘এটা ছিল আমার জন্য বিভ্রান্তিকর এক সকাল। আমি আশা করেছিলাম কেউ আমাকে দলে নেবে। কারণ আমি গত আইপিএলেও ভালো খেলেছি। তবে শেষ পর্যন্ত এটি হয়নি। যা দেখে কিছুটা বিস্মিতই হয়েছি। তবে এমন কিছু ঘটে। তাই ড্রেসিংরুমের সবাইকে নিয়ে ভালো একটা ক্রিসমাস কাটাতে চাই।’

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫৭ বলে ১১৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সল্ট। নিলামে দল না পাওয়া তাকে এমন ইনিংস খেলতে তাতিয়ে দিয়েছিল কিনা; এমন প্রশ্নে সল্ট বলেন, ‘সত্যি বলতে আমি কিছুটা হতাশ ছিলাম, তবে এমনটা হতেই পারে। কেননা, আইপিএলের তালিকায় কোনো খারাপ ক্রিকেটার নেই। তবে হা এটি অবচেতনভাবে কিছুটা হলেও আমাকে তাতিয়ে দিয়েছিল। তবে আমি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে পেরে কতটা ভাগ্যবান সে সম্পর্কে আমি খুব সচেতন।’

খেলার দুনিয়া | ফলো করুন :