খালেদ নৈপুণ্যে পূর্বাঞ্চলের প্রথম শিরোপা
দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হওয়ার পর শিরোপায় হাত ছোঁয়া হয়নি পূর্বাঞ্চলের। অবশেষে সেই আক্ষেপ ঘুচেছে তাদের। খালেদ আহমেদ নৈপুণ্যে উত্তরাঞ্চলকে ইনিংস ও ১১২ রানে হারিয়ে ২০২৩ বিসিএলে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে তারা।
সিলেটে উত্তরাঞ্চলকে প্রথম ইনিংসে মাত্র ১০৮ রানে অলআউট করতে বড় ভূমিকা করেছিলেন খালেদ আহমেদ। ৪০ রান খরচায় শিকার করেছিলেন ৪ উইকেট। তার অমন বোলিংয়ের পর ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৫২ রান জমা করে পূর্বাঞ্চল। দলের হয়ে মমিনুল হকের ব্যাট থেকে আসে ১১৭ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৯০ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে।
প্রথম ইনিংসেই শিরোপার সুবাতাস পাচ্ছিল ইরফান সুক্কুরের দল। তার ওপর পয়েন্ট টেবিলেও ছিল তাদের দাপট। তাই উত্তরাঞ্চলকে অল্পতে বেধে ফেলাটাই ছিল পূর্বাঞ্চলের লক্ষ্য। সেই লক্ষ্যে বল করতে নেমে বাজিমাত করেছেন খালেদ।
এদিন তার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি উত্তরাঞ্চলের ব্যাটাররা। মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় দলটি। ৫০ রান খরচায় উত্তরাঞ্চলের ৭ ব্যাটারকে সাজঘরের পথ ধরান এই বোলার। দলকে জেতান ইনিংস ও ১১২ রানের ব্যবধানে। তাতেই খালেদ নৈপুণ্যে ২০১২-১৩ সালে শুরু হওয়া বিসিএলে প্রথম শিরোপা জেতে পূর্বাঞ্চল।