দলে জায়গা না পেয়ে পুলিশে চাকরি নিলেন শাদাব!
বাবার আজমের পর পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সবার উপরে ছিলেন শাদাব খান। তবে বিশ্বকাপে পারফর্ম করতে পারেননি এই অলরাউন্ডার। যার ফল, তাকে ছাড়াই ভেবেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে করা হয়েছে পাকিস্তানের নতুন অধিনায়ক। যেই দলে জায়গাও হয়নি শাদাবের। যদিও পাকিস্তান দলের পক্ষ থেকে বলা হচ্ছে চোটের কারণেই দলের বাইরে তিনি।
এরকম পরিস্থিতিতে ভিন্ন কিছু ভাবেন ক্রিকেটাররা। অনেকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নজর টানার চেষ্টা করেন। অনেকে তো আবার ক্ষোভে ক্রিকেটটাকেই বিদায় বলে দেন। শাদাব খানও কি তবে সে পথেই হাঁটলেন?
পাঞ্জাব পুলিশের করা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখলে সেই ভাবনা মাথায় আসাটাই স্বাভাবিক। শাদাবকে পুলিশের পোশাকে দেখে ভ্যাবাচ্যাকা খেতে পারেন আপনিও। শুধু কি পুলিশি সাজ; শাদাবকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তাদের নতুন ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি হিসেবে। তবে কি সত্যিই ক্রিকেট ছেড়ে পুলিশে চাকরি নিলেন শাদাব?
না, আর রহস্যের জাল বুনে কাজ নেই। ক্রিকেট ছেড়ে পুলিশে যোগ দেননি শাদাব। প্রাদেশিক পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিয়োগ দিয়েছে পাঞ্জাব পুলিশ। যার কাজ পুলিশের ভাবমূর্তি তুলে ধরা। যেমনটি অতিতে দেখা গেছে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহকেও। সেই দায়িত্বই এবার দেওয়া হয়েছে দেশটির তারকা অলরাউন্ডার শাদাবকেও।
পুলিশ বাহিনীর কাছ থেকে এমন সম্মান পেয়ে বেশ খুশি শাদাব। জানান, ‘পাঞ্জাব আইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হওয়া আমার জন্য সম্মানের। আমি পাঞ্জাব পুলিশের একজন অংশ হতে পেরে খুব খুশি।’