পিংকির সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং টার্গেট

  • নিউজরুম এডিটর
  • ০৯:৪১ পিএম | ২০ ডিসেম্বর, ২০২৩

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ফারজানা হক পিংকি। তার ১০২ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেট খরচায় বাংলাদেশের সংগ্রহ ২২২ রান।

পোচেফস্ট্রুম টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। উদ্দেশ্য বাংলাদেশকে অল্পতে আটকে রেখে দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজে ঘুরে দাঁড়ানো। তবে তাদের সেই লক্ষ্যে শুরুতেই বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি। তাদের উদ্বোধনী জুটি ভাঙে ৪৮ রানে। ২৮ রানে ফেরেন শামিমা।

এরপর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি মুর্শিদা খাতুন। ফিরে যান ৮ রানে। অধিনায়ক নিগার সুলাতানা থিতু হয়ে ফিরে যান ১৩ রানে। তবে দলকে টানছিলেন পিংকি। তাকে সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন। ফিফটি হাঁকানো পিংকি কিছুটা রয়েশয়ে সেঞ্চুরি তুলে নিলেন দলকে রানে রেখেছিলেন ফাহিমা খাতুন।

তাকে নিয়েই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন পিংকি। যা বিদেশের মাটিতে বাংলাদেশি নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম। সেঞ্চুরি তুলে ১৬৭ বলে ১১ চারে ১০২ রান করে পিংকি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ফাহিমা। ৪৮ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। আর তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট খরচায় ২২২ রান।

খেলার দুনিয়া | ফলো করুন :