বিশ্বকাপের টিকিট না পাওয়ায় কোচের পদত্যাগ
ক্রিকেটে সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। ওয়ানডে বিশ্বকাপের পর আসন্ন ২০ দলের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি আফ্রিকার দলটি। এরপরও নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নের কথা শুনিয়েছিলেন দলটির কোচ ডেভ হাউটন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর নতুন করে আর কোনো স্বপ্ন দেখাননি। ব্যর্থতার দায় নিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন এই কোচ।
বুধবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভায় পদত্যাগপত্র জমা দেন হাউটন। ফলে তার পরিবর্তে আসন্ন জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরের জন্য অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফের কথা ভাবতে হচ্ছে বোর্ডকে। প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও জিম্বাবুয়ের ক্রিকেটার তৈরিতে নতুন ভূমিকায় কাজ করতে চান হাউটন।
পদত্যাগপত্রে সেই আগ্রহের কথাও জানিয়ে রেখেছেন হাউটন। ১৮ মাস আগে জিম্বাবুয়ের দায়িত্ব নেওয়া হাউটন বলেন, ‘আমি সবসময়ই জিম্বাবুয়ের ক্রিকেটে ছিলাম। যদিও আমার জাতীয় দলের কোচিং ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তবে আমি অন্যান্য ক্ষেত্রে জড়িত থাকতে চাই। জিম্বাবুয়েতে অনেক প্রতিভার রয়েছে। আর এইসব প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফর্ম করার দিকে নিয়ে যেতে যাই। সেটার সাথে জড়িত হওয়া হবে আমার জন্য দারুণ ব্যাপার।’