হাসপাতালে কাজী সালাউদ্দিন, হৃদপিন্ডে বাইপাস সার্জারি লাগতে পারে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি কাজী সালাউদ্দিন হাসপাতালে ভর্তি। উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে তিনি গত বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন তিনি। হৃদযন্ত্রে বাইপাস সার্জারির প্রয়োজন হতে পারে তার। তবে তার এই সার্জারি কোথায় এবং কখন হবে সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দেবে তার পরিবার। তাদের সম্মতি পাওয়ার পর বাফুফে সভাপতির পরবর্তী চিকিৎসা পদ্ধতি ও প্রক্রিয়া শুরু হবে।
সালাউদ্দিনের পরিবার এই সঙ্কটের সময় সবার কাছ থেকে দোয়া চেয়েছে। এই কঠিন সময়ে তার চিকিৎসা ব্যবস্থার গোপনীয়তা সুরক্ষার জন্যও সবার সহযোগিতা কামনা করেছে।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাফুফে চত্বরে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী সালাউদ্দিন। সেদিন তিনি ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এই অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষে আবার খানিকটা অসুস্থবোধ করেন তিনি। বুধবার তার রক্তচাপ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় তাকে ফের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্পোর্টস বাংলাকে জানান, বাফুফে সভাপতির চিকিৎসা প্রক্রিয়া কি হবে সেই সিদ্ধান্ত নেবেন তার পরিবার। সেই সিদ্ধান্ত কি হবে সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো।
কাজী সালাউদ্দিন গত চার মেয়াদ ধরে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০০৮ সালে তিনি প্রথমবার বাফুফে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।