কোচের পদত্যাগের পর এবার বরখাস্ত জিম্বাবুয়ের দুই ক্রিকেটার
একদিন আগেই ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ের প্রধান কোচের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন ডেভ হাউটন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন দেশটির দুই ক্রিকেটার। তাদের বিরুদ্ধে অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি ইন-হাউস ডোপ টেস্ট পরীক্ষায় অলরাউন্ডার ওয়েসলি মাধভেরে ও ব্র্যান্ডন মাভুতার শরীরে নিষিদ্ধ বিনোদনমূলক মাদক পাওয়া যায়। যা জিম্বাবুয়ে ক্রিকেটের কোড অফ কন্ডাক্ট পরিপন্থী। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আসার পর অবিলম্বে তাদের সাসপেন্ড ঘোষণা করে দেশটি। শীঘ্রই তাদের একটি শাস্তিমূলক শুনানির জন্য উপস্থিত করা হবে। সেখানে উপযুক্ত জবাব না পাওয়া গেলে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন দুজনেই।
সম্প্রতি শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজের দলে জিম্বাবুয়ের হয়ে মাঠে নেমেছিলেন এই দুই ক্রিকেটার। মাধভেরে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। তবে মাভুতা সিরিজের শেষ টি-টোয়েন্টি ও শেষ তিনটি ওয়ানডে খেলেছেন।
জিম্বাবুয়ের হয়ে মাভুতার আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৮ সালে। এখন পর্যন্ত খেলেছেন চারটি টেস্ট, ১২টি ওডিআই এবং ১০টি টি-টোয়েন্টি। অন্যদিকে মাধভেরের অভিষেক হয় ২০২০ সালে। এখন পর্যন্ত খেলেছেন দুটি টেস্ট, ৩৬টি ওডিআই এবং ৬০টি টি-টোয়েন্টি।