বাবার পদাঙ্ক অনুসরণ দ্রাবিড় পুত্রের

বাবার পদাঙ্ক অনুসরণ দ্রাবিড় পুত্রের

বিশ্বকাপ শেষেই একটা ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল; কনক্রিটের সিঁড়িতে বসে আছেন রাহুল দ্রাবিড়, পাশে তার স্ত্রী বিজেতা। যেখানে দ্রাবিড় নিখাদই একজন বাবা, সন্তান অন্তপ্রান এক অভিভাবক!

গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন ভারত কোচ। ছবিটা সকল ক্রিকেট ভক্ত, বিশেষ করে দ্রাবিড় ফ্যানদের মন ছুঁয়ে গিয়েছিল।

রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সমিত দ্রাবিড়। বর্তমানে কর্ণাটকের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলছেন। তার খেলার ধরণ অবিকল তার বাবার মতোই।

সমিতের কভার ড্রাইভগুলো তার বাবার খেলাকেই যেন মনে করিয়ে দিচ্ছিল, কপিবুক ক্রিকেট। তার ব্যাটিং নৈপুণ্যেই কোচবিহার ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে জয় তুলে নিয়েছে কর্নাটক।

জম্মুর মাঠে যেয়ে প্রথম ইনিংসে ১৭০ রান করেছিল স্বাগতিক দল। জবাবে কর্নাটকের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বেশ সাবলীল ভঙ্গিতে খেলা দেখান সমিত। তার ৯৮ রানের উপর নির্ভর করেই জয় তুলে নেয় কর্ণাটক।

১৫৯ বলে ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সমিত। যেখানে হাঁকিয়েছেন ১৩টি চার ও একটি ছক্কা। ক্রিজে থাকা অবস্থায় তাকে দেখে একবারও মনে হয়নি খেলতে তার কোনো সমস্যা হচ্ছে। সামনের পায়ে, পিছনের পায়ে সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন। পেসারদের পাশাপাশি স্পিনারদেরও অবলীলায় পেটাচ্ছিলেন। তাঁর ব্যাট করার ধরন দ্রাবিড়়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। ঠিক যে ভাবে তিনি মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে ব্যাট করতেন, সমিতও পাঁচ নম্বরে নেমে তাই করেছেন। তবে শতরানের থেকে ২ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি।

ছেলের খেলা দেখে বেশ খুশি রাহুল। তিনি স্বপ্ন দেখেন যে ছেলেও একদিন তার মত ভাল ক্রিকেটার হবে এবং দেশের প্রতিনিধিত্ব করবে। দেশের জন্য একদিন তার মতোই তার ছেলেও শিরোপা ঘরে আনবে।

সম্পর্কিত খবর