ডুবতে থাকা জিম্বাবুয়েকে টেনে তুলতে নতুন কোচ নিয়োগ

ডুবতে থাকা জিম্বাবুয়েকে টেনে তুলতে নতুন কোচ নিয়োগ

ওয়ানডে বিশ্বকাপের পর জিম্বাবুয়ের জায়গা হয়নি প্রথমবারের মতো হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বিশ্বকাপ বাছাইয়ে হারতে হয়েছে নামিবিয়া ও উগান্ডার মতো দলের বিপক্ষে। দলের এমন পরিস্থিতিতে ব্যর্থতার দায় নিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডেভ হাউটন। অবশ্য তার পদত্যাগের একদিনের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া সাবেক এই ক্রিকেটার ওয়াল্টার চাওয়াগুতাকে করা হয়েছে নতুন কোচ। আপাতত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আসন্ন শ্রীলঙ্কা সফরে দায়িত্ব পালন করবেন তিনি। এরপর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির ক্রিকেট বোর্ড।

অবশ্য এর আগেও জিম্বাবুয়েকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। ২০০৮ সালে জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর কাজ করেছেন প্রাদেশিক প্রথম-শ্রেণীর দল টাস্কার্সে। এছাড়াও দীর্ঘ সময় জিম্বাবুয়ের মহিলাদের ব্যাটিং পরামর্শক হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

তার অধীনে আসছে বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেখানে ৬ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। এরপর ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল।

এই সফরে তার অধীনে কাজ করবেন স্টুয়ার্ট মাতসিকেনেরি (সহকারী কোচ/ব্যাটিং কোচ), স্টিভ কিরবি (বোলিং কোচ), এরিক চাউলুকা (ফিল্ডিং কোচ), ওয়াল্টার করিমানজিরা (ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং প্রশিক্ষক), আমাতো মাচিকিচো (ফিজিওথেরাপিস্ট), অ্যালিস্টার চ্যাম্বে (টিটি) এবং মুফারো চিতুরুমণি (বিশ্লেষক)।

সম্পর্কিত খবর