আম্পায়ারকে ভয় দেখিয়ে নিষিদ্ধ টম কারান

  • আপন তারিক
  • ০৯:৪৪ পিএম | ২১ ডিসেম্বর, ২০২৩

সিডনি সিক্সার্সের অলরাউন্ডার টম কারানকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কারণ? আম্পায়ারকে ভয় দেখিয়েছেন তিনি।

গত ১১ ডিসেম্বর সিক্সার্সের খেলা ছিল হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে। সে ম্যাচের আগে অনুশীলন সেশন চলছে, তখন ঘটে ঘটনাটা। আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডা লেগে গিয়েছিল ইংলিশ এই অলরাউন্ডার। অনুশীলনের সময় পিচের অংশবিশেষে তিনি দৌড়াচ্ছিলেন রান আপের অংশ হিসেবে। তাকে নিষেধ করেন আম্পায়ার।

এরপর তিনি অন্য পাশ থেকে দৌড়ানোর চেষ্টা করেন। আম্পায়ার এবার তাকে শারীরিকভাবে বাধা দেন। এরপরই লেগে যায় বাকবিতণ্ডা। এর ফলে কারান আম্পায়ারকে হুমকিও দিয়েছিলেন।

যার ফলে ২৮ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার কোড অফ কন্ডাক্টের লেভেল ৩ ঘরানার অপরাধ করেছেন বলে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তারই ফলশ্রুতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে। সিডনি সিক্সার্সের পরবর্তী চার ম্যাচে তাই তিনি থাকবেন না। ম্যাচ চারটি হচ্ছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স, সিডনি থান্ডার্স ও ব্রিসবেন হিটের বিপক্ষে।

খেলার দুনিয়া | ফলো করুন :