টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না উইলিয়ামসন

টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না উইলিয়ামসন

ওয়ানডে সিরিজে তাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলেছে নিউজিল্যান্ড। এবার ব্ল্যাকক্যাপরা জানাল, টি-টোয়েন্টি সিরিজেও ফিরছেন না কেন উইলিয়ামসন। তার সঙ্গে কাইল জেমিসনকেও স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে দলটি। 

সামনের গ্রীষ্মে ব্যস্ত সূচি নিউজিল্যান্ডের সামনে। দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ আছে তাদের। সে সূচিকে ভাবনায় রেখেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। দুজনের বদলে দুই বদলির নামও ঘোষণা করে দিয়েছে কিউইরা। উইলিয়ামসনের জায়গায় রাচিন রবীন্দ্র আর জেমিসনের জায়গায় খেলবেন জ্যাকব ডাফি।

হাঁটুতে খানিকটা চোট আছে উইলিয়ামসনের। তাই রিহ্যাব আর স্ট্রেন্থেনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। আর জেমিসনের হ্যামস্ট্রিংয়ের চোট তাকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুত হয়ে ওঠার জন্য লড়বেন তিনি। যে কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ ও জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাবে না নিউজিল্যান্ড।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। এটা অবশ্য তার জন্য নতুন কিছু নয়। এর আগে ১৩ টি-টোয়েন্টি আর ১ ওয়ানডেতে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াড–
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি



সম্পর্কিত খবর