দাপুটে জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতল ভারত
সিরিজটায় দুই দলের স্কোয়াড দেখলেই মনে হয় একটা কথা, ‘ফিউচার ইজ হিয়ার’। ভারত সিরিজটা খেলছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহদের মতো তারকাদের ছাড়া। এদিকে বিশ্বকাপের ঠিক পরেই দক্ষিণ আফ্রিকা দলেও পরিবর্তন এসেছে বেশ। দুই দলে নতুন মুখের এতোই ছড়াছড়ি, দেখলেই মনে হচ্ছে যে এ যেন দুই দলেরই ভবিষ্যতের ক্রিকেটের প্রতিচ্ছবি। সে সিরিজে ভারত হেসেছে শেষ হাসি। শেষ ওয়ানডেতে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিকদের। ২-১ ব্যবধানে জিতে গেছে সিরিজটা।
গতকাল বৃহস্পতিবার পার্লে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে দলটি। তবে শুরুটা অবশ্য ভালো হয়নি। ১০১ রান তুলতেই ৩ উইকেট খুইয়ে বসে সফরকারীরা।
এরপর ভারতের হাল ধরেন তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। তাতে ম্যাচে ফেরে দল। স্যামসন ১১৪ বলে ১০৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন, আর তিলক করেন ৭৭ বলে ৫২ রান। শেষদিকে রিংকু সিং ৩৮ রান করেন মাত্র ২৭ বলে, ওয়াশিংটন সুন্দরও ৯ বলে ১৪ রানের ইনিংস খেলেন। ফলে ভারত ইনিংস শেষ করে লড়াকু পুঁজি নিয়ে।
দক্ষিণ আফ্রিকা যেভাবে জবাব দেওয়া শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল ম্যাচটা জমেই যাচ্ছে আজ। উদ্বোধনী জুটিতে ৫০ বলে উঠে গিয়েছিল ৫৯ রান। তবে সে সূচনাটা দক্ষিণ আফ্রিকা ধরে রাখতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এরপরও দলটা ম্যাচে ছিল টনি ডি জর্জির কল্যাণে। চতুর্থ ব্যাটার হিসেবে তিনি যখন বিদায় নিচ্ছেন ৮৭ বলে ৮১ রান করে, তখন দলের রান ১৬১; ১২২ বলে তখন তাদের প্রয়োজন ছিল ১৩৬ রান।
এরপরই দক্ষিণ আফ্রিকা পথ হারাল। তার বিদায়ের দুই ওভার পরই হাইনরিখ ক্লাসেন সাজঘরে ফেরেন ২২ রান করে। এরপর প্রোটিয়াদের আর কেউই ২০ রান ছুঁতে পারেননি। ফলে দলটা অলআউট হয় ২১৮ রানে। ৭৮ রানের জয়ে ভারত সিরিজটা জিতে নেয় ৭৮ রানের ব্যবধানে।