নোমানী ময়দানে ক্রিকেট খেললেন সাকিব 

নোমানী ময়দানে ক্রিকেট খেললেন সাকিব 

মাগুরার নোমানী ময়দান। এবং সাকিব আল হাসান। বিশ্ব সেরা এই অলরাউন্ডারের উঠে আসার গল্প সেখান থেকেই। সেই খেলার ময়দানের সাকিব এখন রাজনীতির ময়দানেরও। দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে সাকিব লড়বেন মাগুরা-১ আসনের হয়ে।

তারই প্রচারণার কাজে তিনি বর্তমানে আছেন নিজ গ্রামের বাড়ি মাগুরাতেই। সেখানকার সেই নোমানী ময়দানে আজ (শুক্রবার) ক্রিকেট খেললেন সাকিব। 

মূলত বিজয় দিবসকে উপলক্ষ্যে করে এই প্রীতি ম্যাচের আয়োজন। যেখানে খেলেছেন মাগুরার সাবেক খেলোয়াড়রা। ব্যাট হাতে মাঠ মাতানোর পর ম্যাচ শেষে সাকিব বলেন, এই মাঠ (নোমানী ময়দান) থেকে আমার ক্রিকেটের শুরু। তখন অত বড় প্রাচীর ছিল না। ছোট একটা জাম্বুল গাছ ছিল, নিচে একটা টিনশেড বিল্ডিং এবং ছোট একটা প্রাচীর। আমি প্রথমদিন ওখানে এসেই বসেছিলাম এবং অনুশীলন দেখছিলাম।’

সেখান থেকেই সবার নজর কাড়েন সাকিব। ১৭ বছরের চলমান আন্তর্জাতিক ক্যারিয়ারের সেই মাঠেই ভিন্ন অবতারে দেখা গেল তাকে।

সম্পর্কিত খবর