‘আইপিএলে কৌশলে দাম বাড়াচ্ছেন বিদেশিরা’
আসন্ন ২০২৪ আইপিএলকে সামনে রেখে গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হয় মিনি নিলাম। সেখানে এবার যেন বইলো চড়া মূল্যের বাতাস। পারিশ্রমিকের হিসেবে দুই অজির জয়জয়কার। ফ্রাঞ্চাইজি লিগটির ইতিহাসের সর্বোচ্চ দামে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ। যেই রেকর্ড টিকলো না এক ঘণ্টাও। কেননা মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
তবে ক্রিকেটারদের এত দাম ওঠা নিয়ে এ ভিন্ন মত পোষণ করেছেন ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার এবং ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। বিদেশি ক্রিকেটাররা আইপিএলের মূল নিলামে না এসে ‘মিনি’ নিলামে অংশগ্রহণ করে কৌশলে নিজেদের দাম বাড়িয়ে নিচ্ছেন বলে মনে করেন তিনি। এ ব্যাপারে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত দেন দীনেশ। এ ব্যাপারে দুটি পরামর্শও দিয়েছেন খেলার পাশাপাশি এখন ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করা কার্তিক।
জাতীয় দলে মনোযোগ দেওয়ায় গতবছর আইপিএল খেলেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। অপরদিকে মিচেল স্টার্ক তো গত ৮ বছর ধরেই এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ থেকে দূরে ছিলেন। এবার এসেই বাজিমাত করলেন তারা উভয়েই।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দীনেশ এই নিলাম বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় খেলোয়াড় ও এজেন্টরা এটিকে কৌশল হিসেবে ব্যবহার করছে, যেখানে মূল নিলামে তারা আসে না। তিন বছর পরপর হওয়া সে নিলাম তারা যেতে দেয়, এরপর মিনি নিলামে আসে, যেটি মূল নিলামের পরের বছরই হয়। যেহেতু ফাঁকা থাকে, তাদের প্রচুর দাম ওঠে। আমার মনে হয় অস্বাস্থ্যকর এই চলটা এখনই বন্ধ হওয়া উচিত।’
প্যাট কামিন্সকে এবার আইপিএলের ইতিহাসে রেকর্ড পরিমাণ ২০ কোটি ৫০ লাখ রুপিতে কেনে সানরাইজার্স হায়দরাবাদ, এর ঘণ্টা দুয়েক পরই সে রেকর্ড ভেঙে দেয় তারই সতীর্থ। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। সব মিলিয়ে ৬ জন অস্ট্রেলিয়ানকে কিনতেই দলগুলো খরচ করেছে ৬৮ কোটি ৫ লাখ রুপি, যেখানে ৪২ জন ভারতীয়র পেছনে খরচ হয়েছে ৭৯ কোটি ৪৫ লাখ রুপি।