চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হলো টা কি?
টি-টোয়েন্টিতে দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। একের পর এক হেরেই চলছে দলটি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হারের পর তো রীতিমতো প্রশ্নই উঠে গেছে; চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হলো টা কি?
এমন নয় যে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি দলে। ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই টি-টোয়েন্টিতে ছন্নছাড়া জস বাটলারের দল। সংক্ষিপ্ত এই ফরম্যাটটিতে যেন কিছুতেই পথ খোঁজে পাচ্ছে না ইংল্যান্ড। একের পর এক হেরেই চলছে দলটি। উপায়ন্তর না দেখে শেষ মেষ কিনা দীর্ঘ এক মাস লম্বা সফর করেও কন্ডিশনের দোহায় দিতে হচ্ছে বাটলারকে।
সবশেষ ২০২২ বিশ্বকাপের পর সব মিলিয়ে মোট ১২টি টি-টোয়েন্টি খেলেছে ইংল্যান্ড। যার মধ্যে হেরেছে ৮টি তে। বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে সিরিজ ভাগ করতে হয়েছে ঘরের মাঠে। প্রশ্ন উঠেনি তবুও। তবে এবার সবশেষ বিশ্বকাপের মূলপর্বে জায়গা না পাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৩-২ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে বাটলারের দলকে।
যা নিয়েই এবার উঠেছে প্রশ্ন। অভিযোগ তোলা হয়েছে বাটলারের নেতৃত্ব নিয়ে। তবে প্রশ্নটা উঠে ছিল আরও আগেই। বিশ্বকাপ ব্যর্থতার পরপরই তাকে আর ইংল্যান্ডের নেতৃত্বে দেখছিলেন না অনেকেই। এরপরও একটা সুযোগ তাকে দেওয়া হয়েছিল। বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজ সফর তার জন্য ছিল নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা। সেখানেও ব্যর্থ বাটলার। তার অধীনে ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও সিরিজ হেরেছে ইংল্যান্ড।
চ্যাম্পিয়নদের এমন হারের পেছনে খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছেন বাটলার। বলেছেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন ছিল, আমরা দ্রুত যথেষ্ট মানিয়ে নিতে পারেনি। তবে নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং উন্নতি করার চেষ্টা করেছি। যা হয়তো ভবিষ্যৎতে কাছে দেবে। এখন প্রশ্নটা হলো; এমন ভরাডুবির পরও কি তাকে নিয়ে ভাববে ইংল্যান্ড বোর্ড। নাকি এটিই হয়ে থাকবে বাটলারের অধীনে ইংল্যান্ডের শেষ সফর।