শৈশবের খেলার সাথীকে বিয়ে করলেন মুস্তাফিজ-সতীর্থ

শৈশবের খেলার সাথীকে বিয়ে করলেন মুস্তাফিজ-সতীর্থ

কয়েকদিন আগে আইপিএল নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের আগামী আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতাবেন এই বাঁহাতি পেসার। চেন্নাইয়ের হলুদ জার্সিতে তার সঙ্গে দেখা যাবে ভারতের উদীয়মান পেস সেনসেশন তুশার দেশপাণ্ডেও। সম্প্রতি একসময়ের স্কুল সহপাঠী নাভা গাদ্দামওয়ারকে বিয়ে করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তুশার এবং আভা। গত জুলাইয়ে বাগদান সম্পন্ন হয়েছিল তাদের। ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, স্কুলে পড়ার সময় থেকেই নাভাকে পছন্দ করতেন তুশার। এরপর লম্বা সময় ভাব-ভালোবাসার পর চার হাত এক হয়েছে তাদের।

গত আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে ঝড় তুলেছিলেন তুশার। ১৬ ম্যাচে পেয়েছিলেন ২১ উইকেট। ডেথ ওভার বোলিংয়ে সিদ্ধহস্ত তুশার চেন্নাইয়ের আইপিএল জয়ে বড় অবদান রেখেছিলেন। আগামী আইপিএলেও তাকে চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে।

তুশারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চেন্নাই সতীর্থ শিবম দুবে, ধাওয়াল কুলকার্নি, ভবেশ ঠাক্কার, প্রশান্ত সোলানকিরা।

সম্পর্কিত খবর