চ্যাম্পিয়ন বসুন্ধরার লিগ শুরু গোল উৎসবে

চ্যাম্পিয়ন বসুন্ধরার লিগ শুরু গোল উৎসবে

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে যেমনটা প্রত্যাশা করা হয় আর কি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে তেমনি। নিজেদের প্রথম ম্যাচেই গোল উৎসব করেছে কিংস। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ জিতেছে ৫-২ গোলের ব্যবধানে। জোড়া গোলের দেখা পেয়েছেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন ডরি।

কিংস অ্যারেনায় শুরু থেকেই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দাপট। ম্যাচের ৮ মিনিটেই রাকিব হোসাইনের গোলে ম্যাচে লিড নেয় বসুন্ধরা। এরপর অবশ্য প্রথমার্ধে আর কোনো গোল পায়নি দলটি। ব্রাদার্সের বিপক্ষে একাধিক বার আক্রমণে গেলেও জালের দেখা পায়নি কিংসের ফুটবলাররা। পাল্টা আক্রমণে উঠলেও ম্যাচে সমতা টানতে পারেনি ব্রাদার্স।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোল হয়েছে কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়েই। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডরি। এর ঠিক তিন মিনিট পর ফের ব্রাদার্সের জালে বল জড়িয়ে ব্যবধান ৩-০ করে নিজের জোড়া গোল আদায় করেন বসুন্ধরায় খেলা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পাল্টা আক্রমণে উঠে গোলের দেখা পায় ব্রাদার্সও। ম্যাচের ৬৯ মিনিটে রব্বীর গোলে ব্যবধান কমায় ব্রাদার্স। এভাবেই শেষ হওয়ার পথে ছিল ম্যাচ। তবে শেষ মুহূর্তে ঝলক দেখায় রবিনহো। ৮৯ মিনিটে গোল করে ব্যবধান ৪-১ করেন এই ফুটবলার। ইনজুরি টাইমে এক গোল শোধ দেয় ব্রাদার্স। ওটাবেকে গোল করলে পাল্টা আক্রমণে উঠে সেই গোল শোধে আসলে ফেরত দেয় বসুন্ধরা। ম্যাচের শেষ গোলটি করে বসুন্ধরার গোল উৎসবে সামিল হন মোহাম্মদ ইব্রাহিম।

সম্পর্কিত খবর