বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখছেন সাকিব

বিশ্বকাপ ক্রিকেট
বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখছেন সাকিব

রাত পেরোলেই শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে সপ্তমবারের মতো। বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেনস ডে-তে নিজেদের বিশ্বকাপ পরিকল্পনা নিজে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দেশের মানুষ ভালো কিছুর আশা করছে এবং তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে জানান তিনি।

বিশকাপের আগে হার-জিত দিয়েই প্রস্তুতি সেরেছেন টাইগাররা। তবে দুই ম্যাচের কোনোটিতেই খেলেননি সাকিব। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোট পেলেও নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে পুরোপুরি ফিট থাকবেন তিনি।

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সাকিব বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’

বর্তমান খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে রান সংগ্রহের দিক দিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। চার বিশ্বকাপে ২৯ ইনিংসে ৪৫ দশমিক ৮৪ গড়ে সাকিব রান করেন ১ হাজার ১৪৬। যার মধ্যে ২০১৯ বিশ্বকাপেই ৮ ইনিংসে ৮৬ দশমিক ৫৭ গড়ে ৬০৬ রান করেন। হয়েছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বল হাতে ২৯ ম্যাচে ৩৪ উইকেট।

বর্তমানে ওয়ানড অলরাউন্ডার তালিকার শীর্ষে আছেন সাকিব। এই বিষয়টি তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সত্যি বলতে কি, না। সব সময় এটি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আরও ভালো করতে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। দলই সবার আগে। ক্যারিয়ারজুড়েই এমন হয়েছে। এখন এভাবেই এগোতে চাই।’

৭ অক্টোবর সকাল ১১টায় ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব-মিরাজরা।

সম্পর্কিত খবর