ইতিহাস গড়া জয়ের দিনে শান্তর সিরিজ হারের আক্ষেপ 

ইতিহাস গড়া জয়ের দিনে শান্তর সিরিজ হারের আক্ষেপ 

‘এই সিরিজ শুরুর আগে ভেবেছিলাম সিরিজটা জিততে পারব। তবে প্রথম দুই ম্যাচ জিততে পারিনি, শেষ পর্যন্ত আজ জিতলাম।’ 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়কের বক্তব্যের শুরুতে মিলল সিরিজ জয়ের আক্ষেপ। সিরিজে শেষ ম্যাচ এমন দাপুটে জয়, এতে আগের দুই ম্যাচে হারের আক্ষেপ স্বাভাবিকভাবেই আসতো। তবে দলীয় পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট অধিনায়ক শান্ত। ঐতিহাসিক জয়ের মূল কৃতিত্ব বোলারদেরই দিলেন তিনি। 

ম্যাচ শেষে অফিশিয়াল সম্প্রচারে শান্ত বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে, তাতে সত্যিই আমি গর্বিত। এই সিরিজ শুরুর আগে ভেবেছিলাম সিরিজটা জিততে পারব। তবে প্রথম দুই ম্যাচ জিততে পারিনি, শেষ পর্যন্ত আজ জিতলাম।’

বোলাররা উইকেট নেওয়ার জন্য বোলিং করেননি, করেছে ভালো জায়গায়। পেসারদের প্রশংসা যেন আজ অনিবার্য। ইনিংসের দশটি উইকেটই নিয়েছেন তারা। সঙ্গে স্পিনারদেরও বাহবা দিলেন শান্ত। তিনি আরও বলেন, ‘বোলাররা অনেক শিখেছে। ভালো জায়গায় বল করেছে। উইকেটের জন্য বোলিং করেনি, যেভাবে বল করেছে তাতে আমি সন্তুষ্ট।’

ওয়ানডে সিরিজ শেষে সামনে টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচের দারুণ জয়ের প্রেরণা সেখানেও কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক। যদিও ফরম্যাট ভিন্ন, তবে সেই অনুযায়ী পরিকল্পনা করার কথাও জানান তিনি। 

সম্পর্কিত খবর