পোকার জ্বালাতনে মাঠ ছাড়তে হয়েছে সৌম্যকে!
দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রান করেছিলেন সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডেতে অবশ্য ব্যাটিংয়ে তার কাছ থেকে দলের চাওয়া অত বেশি ছিল না। আগে ব্যাট করে কিউইরা যে গুটিয়ে গিয়েছিল মোটে ৯৮ রানে। সৌম্যর ব্যাটে চড়ে সে লক্ষ্যে সহজেই পৌঁছে যাবে বাংলাদেশ, তেমনটাই হয়ত ভেবেছিলেন সমর্থকরা। তবে বাংলাদেশ ঠিকঠাক লক্ষ্যে পৌঁছালেও সৌম্য ব্যাট হাতে তাতে অবদান রাখতে পারেননি। আর সেটাও কিনা একটা পোকার কারণে।
৯৮ রান তাড়ায় বাংলাদেশের ইনিং শুরু করতে নেমেছিলেন সৌম্য এবং এনামুল হক বিজয়। কিন্তু ১৬ বলে মাত্র ৪ রান তুলতেই রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, ব্যাটিংয়ের সময় একটি পোকার কারণে চোখে সমস্যা বোধ করেন সৌম্য। শুরুতে পানি দিয়ে চোখ পরিস্কার করার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। এক বল পরই তাই আবার ফিজিওর ডাক পড়ে। এবারে চোখে ড্রপ দিয়েও কাজ না হলে অগত্যা রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয় এই ওপেনিং ব্যাটারকে।
ব্যাটিংয়ে নামার আগে অবশ্য বল হাতে এদিন নিজের কাজটা ঠিকঠাক সেরেছিলেন সৌম্য। ৬ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট পান তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচে বোলিং দিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি সৌম্য। প্রথম ওয়ানডেতে ৬ ওভারে ৬৩ রান দিয়ে ছিলেন উইকেটশুন্য, দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং দিয়ে ইতিহাস গড়লেও বোলিংয়ে আসা হয়নি তার।
তবে এই ম্যাচ দিয়ে বোলিংয়েও ছন্দ খুঁজে পেয়েছেন সৌম্য। সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্ত বলেছিলেন, নিজের অলরাউন্ড সক্ষমতা দিয়ে সাকিব আল হাসানের অভাব কিছুটা হলেও পুষিয়ে দেবেন সৌম্য। প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচের একটিতে ব্যাটিং এবং একটিতে বোলিংয়ে আলো ছড়িয়ে ভালোভাবেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সৌম্য।