সাকিবের দেখানো আউট থেকে বাঁচতে রউফের কাণ্ড
১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এমন আউট দেখা যায়নি। কিন্তু গেল বিশ্বকাপে অ্যাঞ্জলো ম্যাথুসকে টাইমড আউট করে নতুন ইতিহাসের জন্ম দেন সাকিব আল হাসান। তারপর থেকেই ভীতি ছড়িয়ে পড়েছে ব্যাটারদের মনে! সচেতন হয়ে গেছেন সবাই!
সাকিবের হাত ধরে ইতিহাসের প্রথম টাইমড আউট দেখে অনেকেই মেতেছিলেন সমালোচনায়। ক্রিকেটীয় চেতনার প্রসঙ্গটাও উঠে আসে তখন। আবার বাংলাদেশ অধিনায়ক সমর্থনও পেয়েছিলেন অনেকের!
এবার সাকিবের দেখানো আউট থেকে বাঁচতে গিয়ে হাস্যরসের জন্ম দিলেন হারিফ রউফ! অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগের শনিবার তেমনই অবস্থায় পড়তে যাচ্ছিলেন পাকিস্তানি এই ক্রিকেটার। তার দল মেলবোর্ন স্টার্সের সতীর্থরা ইনিংসের শেষ দিকে দ্রুত আউট হচ্ছিলেন, এ কারণে পরবর্তী ব্যাটার হিসেবে নামার জন্য প্রস্তুত হতে সময়টুকুও পাননি তিনি। তাইতো টাইমড আউটের শঙ্কায় পড়ে যান। এ অবস্থায় দ্রুত প্যাড ছাড়াই মাঠে নেমে পড়েন তিনি।
শনিবার আলবুরির লাভিংটন স্পোর্টস গ্রাউন্ডে সিডনি থান্ডারের সঙ্গে মেলবোর্ন স্টার্সের ম্যাচে দেখা গেল এমন ঘটনা। যেখানে থান্ডারের কাছে স্টার্সের ৫ উইকেটে হারের চেয়েও আলোচনা ঢের হলো রউফের এই কাণ্ড!
রউফ প্যাড ছাড়াই মাঠে নেমে পড়ায় বিস্মিত হলেন অনেকে! কারণ পেশাদার ক্রিকেটে এর আগে কখনো এমন ঘটনা দেখা যায়নি। ধারাভাষ্যকার ব্রেট লি, ব্র্যাড হ্যাডিন সেটাই বারবার জানাচ্ছিলেন।
হ্যাডিন বলছিলেন, ‘রউফ গ্লাভস, হেলমেট ও প্যাড পরেনি, জীবনে কখনো এমনকিছু দেখিনি। ও আসলে সময় পায়নি।’
এই ঘটনাতেই ফের প্রমাণ হলো সাকিবের সেই টাইম আউট ব্যাটারদের বেশ সতর্ক করে দিল। এই হিসেবে ধন্যবাদ পেতেই পারেন বাংলাদেশ অধিনায়ক!