চোটে অস্ট্রেলিয়া সিরিজ শেষ পাকিস্তানের নোমানের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৪৬ পিএম | ২৩ ডিসেম্বর, ২০২৩

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন শুরুর অপেক্ষায় ছিল পাকিস্তান ক্রিকেট দল ও তাদের সমর্থকরা। কিন্তু চলমান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চোটের কবলে পড়তে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। এবার স্পিনার নোমান আলী ছিটকে গেলেন।

পিসিবির আনুষ্ঠানিক এক বিবৃতিতে তারা জানায়, ‘গতকাল (শুক্রবার) হঠাৎ করেই তীব্র পেটে ব্যথার কথা জানায় নোমান, এরপরই তাৎক্ষণিক পরীক্ষা করা হলে তার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা ধরা পড়ে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে ‘ল্যাপারোস্কোপিক অ্যাপেনডেক্টমি’ অস্ত্রোপচার হয়েছে আজ সকালে। এখন সে স্বাভাবিক ও তুলনামূলক ভালো আছে।’

দল থেকে নোমানের ছিটকে যাওয়াটা বেশ ভোগাবে পাকিস্তানের বোলিং ইউনিটকে। পার্থে বড় ব্যবধানে সিরিজের প্রথম টেস্টটি হেরে ইতিমধ্যে চাপে আছে পাকিস্তান। এবার দলের জন্য নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো নোমানের অনুপস্থিতি।

অজিদের বিপক্ষে তাদের মাটিতে সবশেষ ১৫টি টেস্টেই পরাজয়ের স্বাদ পেতে হয়েছে পাকিস্তানকে। সিরিজে সমতা আনতে আসন্ন টেস্টটিতে জয় তুলে নেওয়া ছাড়া বিকল্প নেই বাবর-শাহিনদের।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

খেলার দুনিয়া | ফলো করুন :