ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হার জ্যোতিদের

ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হার জ্যোতিদের

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে জয়ে সিরিজের শুরুটা বেশ দাপুটে ছিল বাংলাদেশের মেয়েদের। পরের ম্যাচে হেরে সিরিজ সমতায় আসলেও সেখানে জ্যোতি-নাহিদাদের পারফরম্যান্স ছিল ভালোর কাতারেই। সিরিজ শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে তা আর হয়ে উঠলো না। ২১৬ রানের বড় হারে ২-১ ব্যবধানে সিরিজ হারল মেয়েরা। 

বেনোনিতে টস জিতে ব্যাটিং সহায়ক পিচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। সেখানে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা।

বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে জ্যোতি-ফারজানারা। কেবল ২৮ রানেই হারায় টপ অর্ডারের ৪ উইকেট। হারটা অনেকটা সেখানেই পাকাপোক্ত হয়ে যায়। বাকি ব্যাটাররাও ছিলেন যাওয়া-আসার মধ্যেই। 

৬৭ বলে রিতু মনির ৩৩ রান বাদেই আর কেউই পেরোতে পারেননি ২০ রানের গণ্ডি। ৩১ ওভার ১ বলে স্রেফ ১০০ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন খাকা ও ক্লার্ক।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীলভাবে খেলতে থাকেন দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। ওপেনিং জুটিতেই বড় সংগ্রহের ভিত করে দেয় তারা। সেঞ্চুরি তুলে নিয়ে প্রোটিয়া অধিনায়ক উলভার্ট ফিরলে ভাঙে তাদের ২৪৩ রানের জুটি। ওপেনিংসহ যেকোনো উইকেটে এটি দক্ষিণ আফ্রিকার মেয়েদের সর্বোচ্চ জুটি। ১৩৪ বলে ১৩ চার ও ১ ছক্কার মারে ১২৬ রান করেন উলভার্ট।

পরের ওভারে রিতু মনির বলে ফেরেন আরেক সেঞ্চুরিয়ান ব্রিটস। ১২৪ বলে ৮ চার ও ২ ছক্কার মারে তিনি করেন ১১৮ রান। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩১৬ রানে। এটি প্রোটিয়া তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস এবং বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। দুটি উইকেট নেন রাবেয়া খান।

২১৬ রানের বিশাল ব্যবধানে হেরে লজ্জার রেকর্ডও গড়েছে জ্যোতিরা। এটি ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বড় হার বাংলাদেশের। আগের রেকর্ডটিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই, ২০১৮ সালে ১৫৪ রানের।

সম্পর্কিত খবর