চেন্নাই জানাল মুস্তাফিজকে দলে টানার কারণ
আইপিএল ২০২৪ আসরের মিনি অকশনে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসে ডাক পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো মহেন্দ্র সিং ধোনির দল সিএসকেতে দেখা যাবে তাকে।
অনেকেই বলছে চেন্নাইয়ের ম্যাচগুলোতে একাদশে কম সুযোগ পাবেন এই ডানহাতি পেসার। এর কারণ হিসেবে যুক্তিও দশিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে দলটির প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন জানান, মুস্তাফিজকে দলে নেওয়াটা তাদের পূর্ব পরিকল্পনাতেই ছিল।
দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের শেষদিকে মুস্তাফিজের নাম তোলা হয়। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। শুরুতেই তার জন্য বিট করে চেন্নাই। অন্য কোনো দল আগ্রহ না দেখানোতে নির্ধারিত ভিত্তিমূল্যেই টাইগার পেসারকে পেয়েছে ধোনির দল। বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে চেন্নাই, ফলে তাদের একাদশে ফিজ জায়গা পাবেন কি না তা নিয়েও চলছে নানা আলোচনা।
বিশ্বনাথন বলেন, ‘আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’
চেন্নাইয়ের একাদশে পেসার হিসেবে আছেন ভারতীয় পেসার দীপক চাহার। এছাড়াও বিদেশি কোটায় আছেন মাথিশা পাথিরানা। দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকছেন তুষার দেশপান্ডে। সে হিসেবে মোস্তাফিজের একাদশে সুযোগ পাওয়াটা কিছুটা অনিশ্চিত। তবে চেন্নাইয়ের স্লো-পিচের হোম কন্ডিশন তার পক্ষেই কথা বলছে। বাকিটা সময়ের অপেক্ষায়।