আম্পায়ারকে ভয় দেখানো কারান এবার আপিলেও হারলেন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:১৬ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২৩

গত ১১ ডিসেম্বর ম্যাচের আগে আম্পায়ারের সঙ্গে অসদাচারণ করে বসেছিলেন টম কারান। যার ফলে তার ওপর নেমে আসে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। তার বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। তবে সে আপিল সফল হয়নি তার। তার ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞাটা বহাল রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

ইংল্যান্ডের হয়ে ৩০ টি-টোয়েন্টি খেলা কারান এবারের বিগ ব্যাশে খেলছেন সিডনি সিক্সার্সের হয়ে। চলতি মাসের শুরুর দিকে তার দল সিক্সার্স হোবার্ট হারিকেন্সের বিপক্ষে মাঠে নামার আগে ঘটে যায় ঘটনাটা। তিনি অনুশীলনের সময় রান আপ নিচ্ছিলেন পিচের আশেপাশে। যার ফলে পিচের ওপরও চলে আসছিলেন তিনি। যে কারণে তাকে বাধা দেন আম্পায়ার। 

সে বাধা উপেক্ষা করে রান আপ নিয়ে আম্পায়ারের শরীরের সঙ্গেও ধাক্কা লাগান তিনি। সে ঘটনা জানার পর আমলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। পর্যালোচনা করে শেষমেশ কারানকে দেয় ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। 

এরই বিরুদ্ধে আপিলটা করেছিলেন কারান। তবে সেটা শেষমেশ ধোপে টেকেনি। তার ওপর শাস্তি বহাল রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

এ বিষয়ে সিএ’র জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন বলেন, ‘আম্পায়াররা ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। তারা সব ধরনের খেলোয়াড় থেকে সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্যও।’

সিক্সার্সের প্রধান রেচেল হেইনেস জানিয়েছিলেন তারা এর বিরুদ্ধে আপিল করবেন। কারণ, ‘টম জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে কোনো আম্পায়ারের ওপর আঘাত হানেননি’। তবে তাতে লাভ হলো না এবার। আজ রবিবার সিক্সার্স জানিয়েছে, এই শাস্তি শেষমেশ মেনেই নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

খেলার দুনিয়া | ফলো করুন :