প্রতিপক্ষের মাঠে জিততে ভুলেই গেছে চেলসি

প্রতিপক্ষের মাঠে জিততে ভুলেই গেছে চেলসি

চলতি মৌসুমে চেলসি চলছে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। এক ম্যাচ হারে, তো আরেক ম্যাচে হারে। আর প্রতিপক্ষের মাঠে পরিস্থিতিটা আরও শোচনীয়। এবার উলভারহ্যাম্পটনের মাঠেও হেরেছে কোচ মরিসিও পচেত্তিনোর দল। মলিনও স্টেডিয়ামে ২-১ ব্যবধানে এই হারের ফলে প্রতিপক্ষের মাঠে টানা চতুর্থ হারের তেঁতো স্বাদ পেল চেলসি।

ম্যাচটা হারলেও শুরুতে এগিয়ে যেতে পারত চেলসিই। ৩২তম মিনিটে উলভস গোলরক্ষক হোসে সা’র ভুলে তাকে একা পেয়ে গিয়েছিলেন রাহিম স্টার্লিং। পাশে আরও ভালো জায়গায় ছিলেন সতীর্থ নিকলাস জ্যাকসন। তবে স্টার্লিং নিজেই শটটা নেন, যা ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

সে গোল না পাওয়ার মাসুল সফরকারীরা গোনে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫১ মিনিটে পাবলো সারাবিয়ার কর্নার চেলসির জালে পাঠান মারিও লেমিনা। ইনজুরি সময়ে উলভসের ব্যবধান দ্বিগুণ করেন ম্যাট ডোহার্টি। 

তবে একেবারে অন্তিম সময়ে এক গোল শোধ করে চেলসি। ক্রিস্টোফার এনকুকুর সে গোল ব্যবধানটাই কমাতে পেরেছে কেবল, পয়েন্ট এনে দিতে পারেনি চেলসিকে। 

এই হারের ফলে ১৮ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে চেলসি চলে গেছে টেবিলের ১০ নম্বরে। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে উলভস আছে তাদের ঠিক নিচেই। প্রিমিয়ার লিগের শীর্ষ চারে আছে যথাক্রমে আর্সেনাল (৪০), লিভারপুল (৩৯), অ্যাস্টন ভিলা (৩৯) আর টটেনহাম (৩৬)।

সম্পর্কিত খবর