আইপিএলে দীর্ঘ অনুপস্থিতির জন্য আফসোস নেই স্টার্কের

আইপিএলে দীর্ঘ অনুপস্থিতির জন্য আফসোস নেই স্টার্কের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ আট আসরে খেলতে না পারায় আফসোস নেই বলে জানিয়েছেন মিচেল স্টার্ক। গত ১৯ ডিসেম্বর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২৪.৭৫ কোটি রুপির বিনিময়ে স্টার্ককে টি-টোয়েন্টি লিগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে দলে নেয়।

মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটানসও এই অস্ট্রেলীয় পেসারকে দলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু নিলামে শেষ পর্যন্ত নাইট রাইডার্সই অজি এই পেসারকে নিজেদের দলে নিশ্চিত করে।

৩৩ বছর বয়সী স্টার্ক আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। কারণ জাতীয় দলের সেবা করা, বিশেষ করে টেস্ট ক্রিকেটে জাতীয় দলের জন্য খেলাতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি জানান, “আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, যার জন্য আমি মোটেও আফসোস করি না। আমি মনে করি এটি সম্ভবত আমার টেস্ট ক্যারিয়ারকে সাহায্য করেছে। তাই সবকিছু যেভাবে চলে গেছে তাতে আমি খুব খুশি। নিলামে আমাকে নিয়ে আগ্রহী, রোমাঞ্চিত ও বিস্মিত জন্য আমি খুব কৃতজ্ঞ।“

২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) স্টার্ককে দলে নিয়েছিল এবং তিনি সেই ফ্র্যাঞ্চাইসির হয়ে দুটি মৌসুম খেলেছিলেন। ২৭ ম্যাচে ৭.১৭ ইকোনমি রেটে ৩৪ উইকেট নিয়েছেন এই অজি পেসার।

২০১৮ সালে কেকেআর স্টার্ককে নিলামে কিনেছিল, কিন্তু ডান পায়ের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তিনি বাদ পড়েছিলেন।

সম্প্রতি ২০২৩ ভারত বিশ্বকাপে স্টার্ক মোট ১৬টি উইকেট নিয়েছিলেন। সব ফরম্যাটেই অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই বাঁহাতি পেসার।

সম্পর্কিত খবর