কঠিন শাস্তির মুখে ব্রাজিল

কঠিন শাস্তির মুখে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত, ব্রাজিলের ফুটবল ফেডারেশনে দেশটির আদালত হস্তক্ষেপ করায় এই সতর্কবার্তা দেয় ফিফা।


ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবল সংস্থায় কোনো দেশের সরকার, আদালত বা তৃতীয় পক্ষের যে কোনও রকমের হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো রকমের সমস্যা হলে ফুটবল সংস্থাকেই সেটির সমাধান করতে হয়।


এই বিষয় তদন্তে একটি কমিটি গঠন করেছে ফিফা ও কনমেবল। ব্যাপারটি খতিয়ে দেখার জন্য আগামী ৮ জানুয়ারি কমিটির সদস্যরা ব্রাজিলে যাবেন। এর আগ পর্যন্ত ব্রাজিল ফুটবল সংস্থাকে নিজেদের থেকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে ফিফা।


তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ হলে কড়া পদক্ষেপ নিতে পারে ফিফা, এমনকি ফুটবল থেকে ব্রাজিলকে নিষিদ্ধও করতে পারে তারা। তাই বেশ সাবধানতার সঙ্গেই পুরো ব্যাপারটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে সামলাতে হবে।

সম্পর্কিত খবর