দক্ষিণ আফ্রিকায় শামিকে মিস করবে ভারত
১৯৯২ সালে প্রথম টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল ভারত। এরপর কেটে গেছে ৩১ বছর। মাঝের সময়টাতে বহুবার টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করেছে ভারত। তবে কোনো বারই হাসতে পারেনি ভারত। প্রোটিয়া ডেরায় আজও টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের। তবে সেই আক্ষেপ এবার ঘুচাতে চায় রোহিত শর্মার দল।
সেই আক্ষেপ জয়ের মিশনে আগামীকাল সেঞ্চুরিয়ানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে ভারত। তবে সেই সিরিজে ভারত পাচ্ছে না তাদের অন্যতম সেরা পেস অস্ত্র মোহাম্মদ শামিকে। বিষয়টি যে ভারতকে ভোগাবে তা মনে করিয়ে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। সেই সাথে তার অনুপস্থিতে পাওয়া সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রসিধ কৃষ্ণ ও মুকেশ কুমরাকে।
জাফর বলেন, ‘শামিকে দক্ষিণ আফ্রিকা টেস্টে বড় সময় মিস করবে ভারত। তবে এটা প্রসিধ এবং মুকেশের জন্য নিজেদের প্রমাণ করার দুর্দান্ত সুযোগ। তারা যে ভারতের ফাস্ট বোলিংয়ের ভবিষ্যৎ সেটা প্রমাণ করতে হবে তাদের। কেননা, বল করার জন্য দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো জায়গা কোথাও নেই।’ এরপর তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আপনি এই দুজনের মধ্যে তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নিচ্ছেন?’