অজি ক্রিকেটারদের বড়দিনের উপহার পাকিস্তানের

  • নিউজরুম এডিটর
  • ০৬:৪৩ পিএম | ২৫ ডিসেম্বর, ২০২৩

আগামীকাল বক্সিং ডে টেস্টে মেলবোর্নে মাঠে নামবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে আজ মেলবোর্নে নিজেদের পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে অজি ক্রিকেটারদের উপহার পাঠাতে ভুলেনি পাকিস্তান ক্রিকেট দলও। বিশেষ এই দিনটিকে রঙিন করতে অজি ক্রিকেটারদের ক্রিস্টমাস ডের উপহার পাঠিয়েছে পাকিস্তান দল।

অজিদের উপহার দেওয়ার একটি ভিডিও শেয়ার করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির অফিসিয়াল টুইটারে। যেখানে দেখা গেছে দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের মধ্যে মধুর সম্পর্ক। পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে উপহার নিয়ে হাজির হয়েছিলেন অধিনায়ক শান মাসুদ ও দলটির কোচ। এ সময় এক ঝুড়ি ললিপপ তুলে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে।

সে সব ললিপপ অবশ্য শেষ হতে বেশি সময় লাগেনি। পাশে থাকা ক্রিকেটারদের পরিবার ও তাদের সন্তানরা আয়েশ করে খেয়েছেন ললিপপ। ক্রিকেটাররাও মেতেছিলেন একে অন্যের সঙ্গে খোশগল্পে। তবে অজি ওপেনার উসমান খাজাকে দেখা গেছে সবচেয়ে প্রাণবন্ত। আইসিসি তাকে মাঠে ফিলিস্তিনকে সমর্থন দিতে না দিলেও তাকে বেশ হাসিখুশি দেখিয়েছে। লম্বা সময় পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে গল্প করেছেন তিনি।

প্রতিপক্ষ দলের কাছ থেকে এমন উপহার পেয়ে উচ্ছ্বাসিত অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘এটা দারুণ একটা ব্যাপার। বড়দিনের উপহার, বাচ্চাদের জন্য ললিপপ সব মিলিয়ে ভালো লাগছে। দু’বছর আগে আমাদের পাকিস্তান সফরটিও দারুণ ছিল। তারা আমাদের ব্যাপারে সদয় ও চিন্তাশীল যা দারুণ ব্যাপার।’

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামীকাল ভোর সাড়ে পাঁচটায়। সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে ৩৬০ রানের ভর জয় পেয়েছিল প্যাট কামিন্সের দল। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। সেই লক্ষ্যে দলেও বেশ কিছু পরিবর্তন এনেছে সফরকারীরা। ফেরানো হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে।

খেলার দুনিয়া | ফলো করুন :