আফ্রিদি হয়ে যাবেন মিডিয়াম পেসার, শঙ্কা ইউনিসের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:৩০ পিএম | ২৫ ডিসেম্বর, ২০২৩

চোটের কারণে নাসিম শাহ নেই। হারিস রউফও জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবেন না তিনি। দায়িত্বটা তাই বর্তেছে শাহীন শাহ আফ্রিদির ওপর। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার যে তিনিই। তবে সেই ছাপ কি পারফরম্যান্সে রাখতে পারছেন তিনি? পার্থ টেস্টে তুলেছেন মাত্র ২ উইকেট। যার দায় পাকিস্তানকে চুকাতে হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩৬০ রানে হেরে।

সিরিজে ঘুরে দাঁড়াতে তার বোলিংয়ে তাকিয়ে পাকিস্তান। যদিও তৃতীয় টেস্টে বিশ্রাম চেয়েছেন আফ্রিদি। বোলিংয়ে তার গতিটাও কমে গেছে বেশ। আগে যেখানে ১৪০ এর ওপর গতি তুলতেন। সেখানে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছেন। দ্বিতীয় ইনিংসে সেই গড়টা নেমে গেছে আরও। প্রায় ১২০ কিমি গতিতে বল করেছেন আফ্রিদি। যা নিয়েই এবার তার সমালোচনা করেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।

আফ্রিদির সমালোচনা করে ইউনিস বলেন, ‘আমি সত্যিই নিশ্চিত নই তার কী হয়েছে। যদি সে ফিট না থাকে, যদি তার কিছু সমস্যা থাকে, তবে তাকে খেলা থেকে দূরে যেতে হবে এবং এটি ঠিক করতে হবে। কারণ সে যদি এভাবে চালিয়ে যায় তবে সে একজন মিডিয়াম পেসার হয়ে উঠবে।’

ইউনিস আরও বলেন, ‘তিনি আগে ১৪৫ থেকে ১৫০কিমি বেগে বল করতেন। সঙ্গে সুইং ছিল। তবে এখন দেখা যাচ্ছে কিছুটা সুইং থাকলেও গতি অনেকটাই কম। আর এটা তাকে উইকেট এনে দেবে না। যদি সে এখানে উইকেট না পায়, তবে কোথাও সে উইকেট পাবে না। কাজেই তাকে ভালো জায়গায় বোলিং করতে শিখতে হবে। বুঝতে হবে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

খেলার দুনিয়া | ফলো করুন :